সূত্রে খবর, রোপা ১৯৯৮ বিধি অনুযায়ী বাম আমলে উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষকরা দু’টি করে ইনক্রিমেন্ট পেতেন প্রতি বছর। মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকেরা একটি করে ইনক্রিমেন্ট পেতেন বছরে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ভোটের আগে বেতন বাড়ছে প্রধান শিক্ষকদের। উদ্যোগী স্কুল শিক্ষা দফতর। জানা গিয়েছে, অতিরিক্ত ৩ শতাংশ বেতন বৃদ্ধি হবে উচ্চ মাধ্যমিক স্তরে প্রধান শিক্ষকদের।
সূত্রের খবর, রোপা ১৯৯৮ বিধি অনুযায়ী বাম আমলে উচ্চ মাধ্যমিকের প্রধান শিক্ষকরা দু’টি করে ইনক্রিমেন্ট পেতেন প্রতি বছর। মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকেরা একটি করে ইনক্রিমেন্ট পেতেন বছরে। সেই বিধির পরিবর্তন করা হয় ২০০৯ সালে। সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের জন্য একটি করেই ইনক্রিমেন্টের কথা জানানো হয়। কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের জন্য ২০০ টাকা করে অতিরিক্ত পারিশ্রমিকের কথা উল্লেখ করা হয়েছিল।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাও হয়েছে হাই কোর্টে। ব্যক্তিগত মামলায় বেশ কয়েকজন প্রধান শিক্ষক দু’টি করে ইনক্রিমেন্ট পাচ্ছেন বলেও বিকাশ ভবন সূত্রে খবর।
সূত্রের খবর, কত প্রধান শিক্ষক এই বেতন বৃদ্ধির আওতায় আসবেন, তার তালিকা তৈরি করতে ইতিমধ্যেই শিক্ষা দফতরের পক্ষ থেকে স্কুল জেলা পরিদর্শক ও ইনস্পেক্টর অফ স্কুলের কাছে তথ্য চাওয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে সেই তথ্য জমা দিতে বলা হয়েছে দফতরে।
(Feed Source: news18.com)