
২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন। এবছর আবার ওই দিনেই সরস্বতী পুজো। তাই বেছে বেছে ওই দিনই কেন JEE (Main) রাখা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, “রাজনৈতিক ভাবে ওঁরা তো মুখে বলেন, নেতাজিকে সম্মান দেন। কিন্তু নেতাজির জন্য কী করেছেন, তা সকলেই জানেন। কেউ কিছু করেননি। নেতাজিকে যেটুকু সম্মান জানানোর আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আর সেই সম্মানের বহরের শেষ নমুনা হচ্ছে নেতাজির জন্মদিনে জয়েন্ট পরীক্ষা ফেলা। আমাক মনে হয়, এর নেপথ্যে কোনও গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য থাকে, তা তাঁরাই বলতে পারবেন। নেতাজির জন্মদিনকে এভাবে অবহেলা বা তাচ্ছিল্য করার চেষ্টা আছে কি না, বুঝতে পারছি না। কিন্তু ধারাবাহিক ভাবে বাঙালি মহাপুরুষদের অপমান করার একটা প্রবণতা দেখতে পাই কেন্দ্রীয় বিজেপি নেতাদের কথাবার্তায়। এটা তারই সম্প্রসারণ কি না, তা ভাবার বিষয়।” (JEE Mains)
বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্তও চিঠি পাঠান। আর তার পরই, পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সোশ্যাল মিডিয়ায় পরীক্ষা পিছনোর কথা জানিয়েছে তারা। লেখা হয়েছে, ‘২৩ জানুয়ারি সরস্বতী পুজো উদযাপন নিয়ে পশ্চিমবঙ্গ থেকে আবেদন পাওয়া গিয়েছে। আর তাই সিদ্ধান্ত হয়েছে য়ে, ২০২৬ সালের ২৩ জানুয়ারি JEE (Main) পরীক্ষায় বসবেন যে প্রার্থীরা, তাঁদের জন্য় অন্য একটি তারিখ ঠিক করা হবে’।
In view of the representations received from candidates in the state of West Bengal regarding the celebration of Saraswati Puja on 23 rd January 2026, it has been decided that all candidates scheduled to appear for JEE (Main) in West Bengal on 23 rd January 2026 shall be allotted…
— National Testing Agency (@NTA_Exams) January 15, 2026
ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, কিছু জানার থাকলে, তা সরাসরি NTA Helpdesk-এ মেসেজ করে জানতে পারবেন পরীক্ষার্থীরা। ই-মেলও করতে পারেন jeemain@nta.ac.in-এ। ফোন করতে চাইলে 011-40759000 নম্বরে যোগাযোগ করতে পারবেন।
(Feed Source: abplive.com)
