বিশ্বকাপে আয়ার্ল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব বাংলাদেশের, প্রতিক্রিয়ায় আইরিশরা বললেন..

বিশ্বকাপে আয়ার্ল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব বাংলাদেশের, প্রতিক্রিয়ায় আইরিশরা বললেন..
ডাবলিন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে আর হাতেগোনা কয়েকদিন বাকি রয়েছে। তবে এখনও বাংলাদেশের মেগা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে টালবাহানা অব্যাহত। গতকাল জট কাটাতে ওপার বাংলায় দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছিলেন আইসিসির কর্তারা। তবে সেই বৈঠকে কার্যত অকল্পনীয় এক দাবি করে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)।

বিসিবির তরফে তাদের সঙ্গে আয়ার্ল্যান্ডের গ্রুপ অদল বদলের প্রস্তাব দেয়। এহেন প্রস্তাব এর আগে কেউ দিয়েছে বলে মনে হয় না। বিসিবির দাবি ছিল তাঁদের যেন আয়ার্ল্যান্ডের গ্রুপে দেওয়া হয় এবং আইরিশদের তাঁদের গ্রুপ ফেলা হয়। এমনটা হলে তারা নিজেদের গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচই শ্রীলঙ্কায় খেলতে পারবে। ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়া সম্ভব বলে প্রস্তাব দেওয়া হয়েছে বিসিবি-র তরফে, খবর সূত্রের। এই দাবি দাওয়া তাদের ভারতে খেলতে না আসার দাবির সঙ্গে তাল মিলিয়েই করা হয়।

যদিও বোর্ডের একটি সূত্র জানিয়েছেন, আইসিসির প্রতিনিধিরা বিসিবির কথা শুনলেও কোনও সিদ্ধান্ত জানাননি এখনও । আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছেন তাঁরা। এবার এই বিষয় নিয়ে মুখ খুলল আয়ার্ল্যান্ড। এক আইরিশ বোর্ড কর্তা Cricbuzz-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ‘আমাদের একেবারে নিশ্চিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আমরা প্রাথমিক সূচির কোনওরকম বদল হবে না। নিঃসন্দেহেই আমরা শ্রীলঙ্কায় নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলব।’

অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এখনও জট অব্যাহত। এরই মাঝে আবার খবর আসছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ পাকিস্তানের সাহায্য হয়েছে। NDTV-র রিপোর্ট অনুযায়ী ঢাকার তরফে ইসলামাবাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এই বিষয়ে তাদের থেকে কূটনৈতিক এবং ক্রিকেট সংক্রান্ত সাহায্য চাওয়া হয়েছে। বাংলাদেশের দাবি না মানা হলে পাকিস্তানও আসন্ন বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণের বিষয় নিয়ে পুনর্বিবেচনা করতে পারে বলে সেই রিপোর্টে দাবি করা হয়েছে।

এক সূত্র দাবি করেন, ‘বাংলাদেশ সরকারের তরফে পাকিস্তানি আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে সাহায্য় চেয়ে যোগাযোগ করা হয়েছিল এবং সেখানে ইতিবাচক প্রতিক্রিয়াই মিলেছে। বাংলাদেশের এই সমস্যার সমাধান না হলে ওরাও টুর্নামেন্টে নিজেদের অংশগ্রহণের বিষয়টা পুনর্বিবেচনা করবে বলে আমাদের জানিয়েছে।’

(Feed Source: abplive.com)