বিশ্বকাপে আয়ার্ল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব বাংলাদেশের, প্রতিক্রিয়ায় আইরিশরা বললেন..
ডাবলিন: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে আর হাতেগোনা কয়েকদিন বাকি রয়েছে। তবে এখনও বাংলাদেশের মেগা টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে টালবাহানা অব্যাহত। গতকাল জট কাটাতে ওপার বাংলায় দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকে বসেছিলেন আইসিসির কর্তারা। তবে সেই বৈঠকে কার্যত অকল্পনীয় এক দাবি করে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board)। বিসিবির তরফে তাদের সঙ্গে আয়ার্ল্যান্ডের গ্রুপ অদল বদলের প্রস্তাব দেয়। এহেন প্রস্তাব এর আগে কেউ দিয়েছে বলে মনে হয় না। বিসিবির দাবি ছিল তাঁদের যেন আয়ার্ল্যান্ডের গ্রুপে দেওয়া হয়…




