নির্ধারিত হয়ে গেল সুপার ১২-র দুই গ্রুপ, ভারতের বিরুদ্ধে খেলবেন কারা?

নির্ধারিত হয়ে গেল সুপার ১২-র দুই গ্রুপ, ভারতের বিরুদ্ধে খেলবেন কারা?

হোবার্ট: আজই টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) প্রথম রাউন্ডের খেলা শেষ হল। নির্ধারিত হয়ে গেল সুপার ১২-র (T20 World Cup Super 12) দুই গ্রুপও। কালই শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার ১২-এ নিজেদের জায়গা পাকা করেছিল। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নামিবিয়া পরাজিত হওয়ায় সেই গ্রুপ ‘এ’ থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার ১২-এ পৌঁছে যায় নেদারল্যান্ডস। আজ আয়ার্ল্যান্ড দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করেন। শেষ দল হিসাবে জায়গা পাকা করার লড়াই ছিল জিম্বাবোয়ে ও স্কটল্যান্ডের মধ্যে। সেই লড়াইয়ে পাঁচ উইকেট ম্যাচ জিতে নিল জিম্বাবোয়ে (Zimbabwe Cricket Team)।

কোয়ালিফাই করল জিম্বাবোয়ে

স্কটল্যান্ডের ১৩২ রানের জবাবে জিম্বাবোয়ে নয় বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায়। জিম্ববোয়ের হয়ে সর্বাধিক ৫৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক ক্রেগ আর্ভাইন। তবে ব্যাটে বলে ফের একবার অনবদ্য পারফরম্যান্স করে ম্যাচ সেরা হন সিকান্দার রাজা। তিনি ব্যাট হাতে ২৩ বলে ৪০ রান করার পাশাপাশি বল হাতে মাত্র ২০ রানের বিনিময়ে একটি উইকেটও নেন। তাই তাঁকেই ম্যাচ সেরা ঘোষণা করা হয়। স্কটল্যান্ডের হয়ে জর্জ মুন্সি সর্বাধিক ৫৪ রানের ইনিংস খেলেন। জিম্বাবোয়ের হয়ে সফলতম বোলার তেন্ডাই চাতারা।

জিম্বাবোয়ে শুরুটা একেবারেই ভাল করেনি। সাত রানের মধ্যে দুই উইকেট হারিয়ে ফেলে জিম্বাবোয়ে। তবে অধিনায়ক তথা ওপেনার ক্রেগ আর্ভাইন একদিক ধরে রাখেন। আর্ভাইনের সঙ্গে রাজার ৬৪ রানের পার্টনারশিপই জিম্বাবোয়েকে ম্যাচ জিততে সাহায্য করে। স্কটল্যান্ডের হয়ে জস ডেভি দুই উইকেট নিলেও কাজের কাজ কিছুই হয়নি। এই জয়ের ফলে গ্রুপ ‘বি’ থেকে শীর্ষস্থানেই সুপার ১২-এ পৌঁছল জিম্বাবোয়ে। তাদের এই ম্যাচের পরেই নির্ধারিত হয়ে গেল সুপার ১২-এর দুই গ্রুপও।

ভারতের গ্রুপে কে?

সুপার ১২-এ গ্রুপ ১ প্রথম রাউন্ডের গ্রুপ ‘এ’-র শীর্ষে শেষ করা দল ও গ্রুপ ‘বি’-র দ্বিতীয় স্থানে থাকা দল নিজেদের জায়গা পাকা করেছে। গ্রুপ ২-এ ঠিক উল্টো। গ্রুপ ‘বি’-এর শীর্ষস্থানে শেষ করা দল ও ‘এ’-র দ্বিতীয় স্থানে শেষ করা দল এই গ্রুপে নিজেদের জায়গা পাকা করল। এই গ্রুপ ২-এই আছে ভারতীয় দল। তাদের গ্রুপে জিম্বাবোয়ে এবং নেদারল্যান্ডস যোগ দিল। অপরদিকে গ্রুপ ১-এ শ্রীলঙ্কা ও আয়ার্ল্যান্ড নিজেদের জায়গা পাকা করেছে।

সুপার গ্রুপ ‘১’

আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ার্ল্যান্ড

সুপার গ্রুপ ‘২’

ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে, নেদারল্যান্ডস

(Feed Source: abplive.com)