
কলকাতা: অসময়েই ছেড়ে চলে গিয়েছেন সবচেয়ে প্রিয় মানুষটা। কিন্তু আজও, সেই মানুষটাকে স্মরণ করেই প্রত্যেকদিন জীবনযাপন করেন তিনি। নন্দিনী পাল (Nandini Paul)। রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেতা, তাপস পাল (Tapash Pal)-এর স্ত্রী। কয়েকটা দিন আগেই, বিবাহবার্ষিকী গিয়েছে তাপস পাল আর নন্দিনীর। কিন্তু তাপস পাল ইহলোকে নেই, ছয় বছর পেরিয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় নন্দিনী। বিবাহবার্ষিকীতে, সোশ্যাল মিডিয়ায় বিয়ের বেশ কিছু ছবি শেয়ার করে নিয়েছেন নন্দিনী। সঙ্গে লিখেছেন, নিজের কিছু অনুভূতি।
সোশ্যাল মিডিয়ায় নন্দিনী লিখেছেন, ‘তুমি শারীরিকভাবে আমার সঙ্গে নেই ৬ বছর হয়ে গেল। কিন্তু আমি কখনও তোমার স্ত্রী হওয়া বন্ধ করিনি। মানুষ আমাকে বিধবা বলতে পারে, কিন্তু আমার মন ও জীবনে আমি আজও তোমার স্ত্রী, এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত তাই থাকব। আমি প্রতিদিন তোমাকে নিজের ভিতরে নিয়ে বেঁচে থাকি। আমি লোহা, পলা আর বিবাহিত নারীর সব চিহ্ন সম্মান আর বিশ্বাসের সঙ্গে পরি। তুমি যখন পাশে ছিলে, তখন সিঁদুর খুব একটা পরতাম না, কিন্তু আজ যদি ইচ্ছে হয়, আমি পরব , যেমন আগে পরতাম। এই চিহ্নগুলো যদি স্বামীর মঙ্গল কামনার জন্য হয়, তাহলে আমি সেগুলো পরার সম্পূর্ণ অধিকার রাখি, কারণ আমি শুধু তোমারই স্ত্রী এবং আজীবন তোমার মঙ্গলই কামনা করব।
আমি তোমার শারীরিক উপস্থিতি বড় মনে পড়ে। অনেক সময় মানুষ খারাপ ব্যবহার করে বা ছোট করে দেখে, তখন খুব মনে হয় তুমি যদি পাশে থাকতে। কিন্তু আমার ভিতরে তোমার উপস্থিতি আমাকে শক্ত করে। আমি পৃথিবীর সামনে দাঁড়াই তোমার শক্তি, তোমার আশীর্বাদ আর তোমার ভালোবাসা নিয়ে। তুমি আজও আমার রক্ষাকর্তা, আমার অভিভাবক। খুব তাড়াতাড়ি আমি আবার বাড়িতে দুর্গাপুজো শুরু করব, যেমনটা তুমি শুরু করেছিলে। সমাজ যাদের তাড়াতাড়ি ‘বিধবা’ বলে চিহ্নিত করে, সেই নারীরাই প্রথম দেবী বরণ, সিঁদুর খেলা আর সব শুভ কাজে অধিকার পাবে। স্বামীকে হারালেও কোনও নারীর বিবাহ, বিশ্বাস বা উৎসবে অংশ নেওয়ার অধিকার শেষ হয়ে যায় না। তোমার চলে যাওয়া আমাদের সম্পর্ক শেষ করেনি বরং আরও শক্ত করেছে। আমার পরিচয়, তোমার স্ত্রী হিসেবে, আজও অটুট। প্রণাম নিও, বাবি।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই পোস্টে নন্দিনীকে শক্ত থাকার কথা বলেছেন, দিয়েছেন পাশে থাকার আশ্বাস ও।
(Feed Source: abplive.com)
