ভারতীয় ডিজ়াইনারের পোশাক পরে বিয়ে, পাকিস্তানে নিন্দিত নওয়াজ শরিফের পরিবার

ভারতীয় ডিজ়াইনারের পোশাক পরে বিয়ে, পাকিস্তানে নিন্দিত নওয়াজ শরিফের পরিবার
নয়াদিল্লি: যুদ্ধের মুখ থেকে ফিরে আসা গিয়েছে কোনও রকমে। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে মুখ দেখাদেখি কার্যত বন্ধ। আর সেই আবহেই এবার পাকিস্তানের সাধারণ মানুষের বিরাগভাজন হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তাঁর পরিবারের সদস্যরা। নওয়াজের পৌত্রের বিয়ের অনুষ্ঠান নিয়েই ক্ষুব্ধ পাকিস্তানের সাধারণ মানুষদের একাংশ। বিয়ের অনুষ্ঠানে পরার জন্য কেন ভারতীয় ডিজ়াইনারের পোশাক বেছে নিলেন কনে, তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। (Nawaz Sharif Family)

নওয়াজের কন্যা মরিয়ম নওয়াজ শরিফ এবং জামাতা মহম্মদ সফদার আওয়ানের ছেলে জুনেইদ সফদার। মরিয়ম এই মুহূর্তে পাকিস্তানের পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। প্রথম মহিলা হিসেবে পাকিস্তানে ওই পদে অধিষ্ঠিত হয়েছেন তিনি। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জুনেইদ। লাহৌরে জমজমাট অনুষ্ঠানে স্ত্রী হিসেবে গ্রহণ করেন শানজে় আলি রোহেলকে। (Pakistan News)

কিন্তু সেই বিয়ের অনুষ্ঠানের ছবি সামনে আসতেই চটেছেন অনেকে। দ্বিতীয় বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জুনেইদ। ২০২৩ সালে প্রথম স্ত্রী আয়েশা সেফ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর তাঁর জীবনে এলেন শানজ়ে, যিনি বিয়ের অনুষ্ঠানে পরার জন্য ভারতীয় ডিজ়াইনারের পোশাক বেছে নেন।  বিয়ের দু’টি অনুষ্ঠানেই ভারতীয় ডিজ়াইনারের পোশাক পরেন শানজ়ে। মেহেন্দি অনুষ্ঠানে পরেছিলেন জরির কাজ করা সবুজ লেহঙ্গা, যেটি সব্যসাচীর তৈরি। বিয়ের অনুষ্ঠানে লাল শাড়ি বেছে নেন শানজ়ে, যেটি তৈরি তরুণ তহিলিয়ানির। 

সেই নিয়ে জুনেইদ, শানজ়ে এবং গোটা শরিফ পরিবারকেই নিশানা করেছেন পাকিস্তানের নেটিজ়েনদের একাংশ। কোনও পাকিস্তানি ডিজ়াইনারের পোশাক না পরে, শিল্পীর হাতে তৈরি পোশাকের পরিবর্তে, কেন ভারতীয় ডিজ়াইনারের মেশিনে তৈরি পোশাক বেছে নিলেন শানজ়ে, প্রশ্ন তুলেছেন তাঁরা। একজন লেখেন, ‘আমি নিশ্চিত, পাকিস্তানি ডিজ়াইনার হলে, ওঁকে আরও ভাল কিছু, পাকিস্তানি ঘরানার পোশাক তৈরি করে দিতেন’।

নেটিজেনদের অনেকে আবার এমনও দাবি করেন যে, দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলের সদস্য বর ও বধূ। অথচ নববধূ পোশাক নির্বাচনের সময় ভারতকে বেছে নিয়েছেন। তাঁর আচরণ নিয়ে প্রশ্নের অবকাশ রয়েছেন বলেও দাবি করেন কেউ কেউ। যদিও অন্য অনেকে শানজ়ের পক্ষও নিয়েছেন। নিজের বিয়েতে তিনি কী পরবেন, কার পোশাক বেছে নেবেন, তাঁর তা ঠিক করার পূর্ণ অধিকার রয়েছে বলে দাবি করেন তাঁরা।

(Feed Source: abplive.com)