‘পরের বার বক্তব্য রাখার সময় মনে রাখবেন…মার্ক’, কানাডার প্রধানমন্ত্রীকে কড়া বার্তা ট্রাম্পের

‘পরের বার বক্তব্য রাখার সময় মনে রাখবেন…মার্ক’, কানাডার প্রধানমন্ত্রীকে কড়া বার্তা ট্রাম্পের
দাভোস : ‘আমেরিকা নেতৃত্বাধীন বিশ্ব-ব্যবস্থা ম্লান হচ্ছে।’ গতকালই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই মন্তব্য করেছিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। একই মঞ্চ থেকে কানাডার প্রধানমন্ত্রীকেই পাল্টা জবাব দিলেন ডোনাল্ড ট্রাম্প। কড়া বার্তা দিলেন তাঁকে। ওয়াশিংটন ডিসির কাছে বিনামূল্যে একাধিক সুযোগ নেওয়া সত্ত্বেও আমেরিকার উত্তরের প্রতিবেশী রাষ্ট্রটি কৃতজ্ঞ নয় বলে নিশানা শানান মার্কিন প্রেসিডেন্ট।

এদিন দাভোসে গ্রিনল্যান্ড প্রসঙ্গে বলতে গিয়ে সুরক্ষা বলয় তৈরির কথা উল্লেখ করেন ট্রাম্প। এই সময়েই কানাডা ও তার প্রধানমন্ত্রীর উদ্দেশে ট্রাম্প বলেন, “আমরা একটি সোনালি গম্বুজ তৈরি করছি যা কানাডাকে রক্ষা করবে। কানাডা আমাদের কাছ থেকে বিনামূল্যে অনেক কিছু পায়। ওদেরও কৃতজ্ঞ থাকা উচিত, কিন্তু ওরা তা নয়। গতকাল আমি আপনাদের প্রধানমন্ত্রীকে দেখেছি। উনি ততটা কৃতজ্ঞ ছিলেন না। কিন্তু ওদের আমাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কানাডা বেঁচে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। মার্ক, পরের বার যখন আপনি আপনার বক্তব্য রাখবেন তখন মনে রাখবেন।”

প্রসঙ্গত, গ্রিনল্যান্ড দখলে কার্যত বদ্ধপরিকর ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে নজরে ভেনিজুয়েলা ও কানাডাও। আগের দিনই Truth Social-এ আমেরিকার প্রেসিডেন্ট ছবি শেয়ার করেছেন। যাতে ইউরোপের অন্য নেতাদের সঙ্গে তাঁর একটি পুরনো ছবি রয়েছে। হাতে আমেরিকার পতাকা। ছবিতে দেখানো হয়েছে, কানাডা, গ্রিনল্যান্ড ও ভেনিজুয়েলা আমেরিকার অংশ। পোস্টে দেখা গেছে, NATO-র নেতাদের সঙ্গে ওভাল অফিসে বসে ট্রাম্প। সেখানে রয়েছেন- ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রো, ইতালির জর্জিয়া মেলোনি, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার এবং অন্যদের মধ্যে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন। অপর একটি পোস্টে দেখা যাচ্ছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওকে নিয়ে গ্রিনল্যান্ডে আমেরিকার পতাকা তুলছেন ট্রাম্প। আর মাইলফলকে লেখা, “Greenland US Territory Est 2026”.

উল্লেখ্য, গত বছর ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, কানাডা আমেরিকার ৫১তম রাজ্য। যদিও, ভোটে জয়ের কিছু পরেই প্রধানমন্ত্রী মার্ক কার্নে তাঁর প্রথম সাংবাদিক বৈঠকে ট্রাম্পের বক্তব্য খারিজ করে দিয়েছিলেন।

(Feed Source: abplive.com)