নতুন বছরে ছন্দ ফিরে পেয়েছেন, এবার কি বড় রান পাবেন সূর্যকুমার?

নতুন বছরে ছন্দ ফিরে পেয়েছেন, এবার কি বড় রান পাবেন সূর্যকুমার?

নাগপুর: অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এখনও পর্যন্ত কোনও সিরিজ হারেননি তিনি। কিন্তু সূর্যকুমার যাদবের চিন্তার কারণ ছিল তাঁর ব্যাটিং। গত প্রায় দেড় বছর ধরেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ ডানহাতি ব্যাটার। ভারতের অধিনায়ক হিসেবে সাফল্য পাচ্ছেন, কিন্তু নিজে রান পাচ্ছেন না। তবে নতুন প্রথম ম্য়াচে খেলতে নেমে কিন্তু কিছুটা ছন্দেই ফিরলেন সূর্যকুমার। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের ক্যাপ্টেন কিউয়িদের বিরুদ্ধে নাগপুরে প্রথম টি-টোয়েন্টিতে ২২ বলে ৩২ রানের ইনিংস খেলেন। ম্য়াচের পর সূর্য জানিয়ে দিলেন যে তিনি ধীরে ধীরে ছন্দে ফিরছেন। দ্রুত বড় রান পাবেন।

ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে এসে সূর্য বলেন, ”আমি যখন ব্যাটিং করতে নামি, তখন একটা দারুণ অনুভূতি নিজের মধ্যে কাজ করে আমার। চাপের মুখে ভাল ব্যাটিং করতে চাই সবসময়। আমি এমন পরিস্থিতিতে আগেও ব্যাটিং করেছি। নেটে ভালই ব্য়াটিং করছি আমি। এটা খুব দ্রুত হবে যে আমি বড় রান পাব। তবে এখনও আমার মানসিকতায় কোনও বদল হয়নি। আমার মনে হয় এটা সাধারণভাবেই হয়ে আসছে। গত ২-৩ সপ্তাহ ধরে দারুণ প্রস্তুতি সারছি নেটে। কিছু প্রস্তুতি ম্য়াচও খেলেছি। মানসিকভাবে অনেক তরতাজা আছি এখন।”

২০২৪ সালের অক্টোবরে শেষবার অর্ধশতরান হাঁকিয়েছিলেন টি-টোয়েন্টিতে। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্য়াচে তিন নম্বর স্লটে ব্যাটিং করতে নেমে ৩৫ বলে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন সূর্য। এরপর থেকেই রানের ক্ষরা। ২০২৫ সালটা একেবারেই মনে রাখতে চাইবেন না সূর্য।

উল্লেখ্য, ২০২৪ সালে রোহিত শর্মার নেতৃত্বে যে ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল, সেই দলের অন্য়তম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সূর্যকুমার যাদব। এমনকী ফাইনালে বাউন্ডারি লাইনে মিলারের এক দুরন্ত ক্যাচ লুফে প্রায় বিশ্বকাপ জয় নিশ্চিত করে দিয়েছিলেন সূর্যই। ২০২৫ সালে সূর্যর ব্যাট থেকে ১৯ ইনিংসে এসেছে ২১৮ রান মাত্র। নিজের কেরিয়ারে প্রথমবার গোটা বছরে দেড়শো নীচে তাঁর স্ট্রাইক রেট নেমে গিয়েছিল। এই পরিস্থিতিতে এই ফর্ম্য়াটে একসময়ে বিশ্বের এক নম্বর ব্যাটার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্রুত ছন্দে ফিরুক, তেমনটাই চাইবেন ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে কিউয়িদের বিরুদ্ধে আরও চারটি টি-টোয়েন্টি ম্য়াচে নিজেকে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন সূর্য।

(Feed Source: abplive.com)