
ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচে নিউজ়িল্যান্ডকে ভারতীয় দল শুধু হারায়নি, বরং মিচেল স্যান্টনারের নেতৃত্বাধীন দলকে দুরমুশ করেছেন সূর্যকুমার যাদবরা। পাকাপাকিভাবে টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেওয়ার পর থেকে সূর্যর তত্ত্বাবধানে ভারতীয় দল কোনও সিরিজ় হারেনি। নিঃসন্দেহেই বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে সেই রেকর্ড অব্যাহত রাখতে চাইবে ভারত। আসন্ন ম্যাচে জিতলেই কিন্তু সিরিজ় জেতার লক্ষ্য পূরণ করে ফেলবে টিম ইন্ডিয়া। তাই এই ম্যাচের দিকে সকল ভারতীয় ক্রিকেটপ্রেমীরাই তাকিয়ে থাকবেন।
এক নজরে ভারত বনাম নিউজ়িল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের ব্রডকাস্টিং সম্পর্কে না না খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
কোথায় হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের দ্বৈরথ?
বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটিতে ভারত বনাম নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচ আয়োজন করতে চলেছে।
কখন শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের লড়াই?
২৫ জানুয়ারি, রবিবার খেলা শুরু হবে সন্ধে সাতটায়, টস হবে তার ৩০ মিনিট আগে অর্থাৎ সন্ধে সাড়ে ছয়টায়।
কোথায় দেখবেন ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচ?
ভারত বনাম নিউজ়িল্যান্ডের ম্যাচটি দেখতে পাওয়া যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
অনলাইনে কীভাবে দেখবেন এই খেলা?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি।
পিচ রিপোর্ট
গত ম্য়াচে রায়পুরে এক হাইস্কোরিং ম্যাচ দেখা গিয়েছিল। কিউয়িদের দেওয়া ২০৯ রানের লক্ষ্যে রেকর্ড সময়ে পৌঁছে গিয়ে ম্যাচ জিতে নিয়েছিল ভারত। গুয়াহাটিতেও কিন্তু ফের একবার এক হাইস্কোরিং ম্যাচেরই সম্ভাবনা প্রবল। বর্ষাপাড়া স্টেডিয়ামে বল খুব ভালভাবে ব্যাটে আসে। তবে নতুন বলে ফাস্ট বোলাররাও খানিকটা মদত পেতে পারেন। উপরন্তু, রায়পুরের থেকে বর্ষাপাড়া স্টেডিয়ামের বাউন্ডারিও ছোট। তাই হাইস্কোরিং ম্যাচ হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে।
এবার অপেক্ষা শুধু ম্যাচ শুরু হওয়ার। ভারতীয় দল সিরিজ় জিততে পারে না কিউয়িরা কাল লড়াইয়ে ফেরে, সেটাই দেখার বিষয় হতে চলেছে।
(Feed Source: abplive.com)
