
সূত্রের খবর মৃতের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক। কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা তিনি। জানা গিয়েছে নরসিংদি পুলিশ লাইনের কাছে হানাবাড়ি মসজিদ বাজার এলাকায় একটি গ্যারেজে কাজ করতেন এই যুবক। মৃতের বাবার নাম খোকন চন্দ্র ভৌমিক। শুক্রবার রাতে কাজ শেষ করার পর ক্লান্ত হয়ে গ্যারেজেই ঘুমিয়ে পড়েছিলেন চঞ্চল। সেই রাতেই গ্যারেজে আসে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘুমন্ত অবস্থাতেই আগুন ধরিয়ে দেয় তারা। গ্যারেজে প্রচুর পরিমাণে পেট্রল, ইঞ্জিন অয়েল, দাহ্য বস্তু মজুত ছিল। তার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গ্যারেজে।
জানা গিয়েছে, ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয়েছে চঞ্চলের। গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ায় দমবন্ধ হয়ে এবং আগুনের থেকে পাওয়া চোট, আঘাতের জেরে মৃত্যু হয়েছে যুবকের। এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তাদের এবং মৃতের পরিবারের দাবি, এটা পূর্ব পরিকল্পিত ঘটনা। গ্যারেজে কারা এসে এই কাণ্ড ঘটিয়েছে, তাদের দেখা গিয়েছে কাছে থাকা সিসিটিভির ফুটেজে। তবে তারা কারা সেই চিহ্নিতকরণের কাজ এখনও সম্পন্ন হয়নি। পুলিশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। জোরকদমে শুরু হয়েছে তদন্ত। এই সাংঘাতিক ঘটনার পিছনে কারা জড়িত তাদের খুঁজতে কাজ করছে পুলিশের একাধিক দল, এমনটাই জানা গিয়েছে।
বিগত কয়েকমাস ধরেই নতুন করে অশান্তি ছড়িয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। একাধিক জায়গায় হিন্দুদের উপর অত্যাচারের খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েক জায়গায় হিন্দু নিধনের খবরও পাওয়া গিয়েছে। ফের একবার প্রকাশ্যে এল সেই খবরই। গ্যারেজে ঘুমাচ্ছিলেন কর্মী। আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের দল। দীর্ঘক্ষণ ভিতরে আটকে পড়েন ওই যুবক। মৃত্যু হয় তাঁর।
(Feed Source: abplive.com)
