টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের পাকিস্তান দলে বাবর, বাদ রউফ

টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের পাকিস্তান দলে বাবর, বাদ রউফ

করাচি: টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2026) জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। দলে ঢুকে পড়লেন অভিজ্ঞ ব্যাটার বাবর আজম। তবে সুযোগ পেলেন না পেস ব্যাটারু হ্যারিস রউফ। পাকিস্তানের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন শাহিম আফ্রিদি। থাকছেন নাসিম শাহ। পাক দলের অধিনায়ক সলমন আঘা।

ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচও খেলবেন না। তারা আরেক আয়োজক দেশ শ্রীলঙ্কার মাটিতে খেলতে নামবে। আগে থেকেই ঠিক ছিল যে তাঁরা ভারতের মাটিতে খেলবে না। শ্রীলঙ্কার মাটিতে খেলবে। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেটের টালমাটাল পরিস্থিতিতেও নাক গলিয়ে তাদের উস্কে দেওয়ার কাজ করেছিল পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল আইসিসির কাছে যে বাংলাদেশের দাবি যেন মেনে নেওয়া হয়। এমনকী এমনটাও শোনা গিয়েছিল যে পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে না কি নাম তুলে নিতে চায় বাংলাদেশের পাশে দাঁড়াতে। তবে পুরোটাই যে নাটক ছিল তা আরও একবার প্রমাণ হয়ে গেল। এই প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি দাবি করেছিলেন, ”আমরা প্রধানমন্ত্রীর দেশে ফেরার অপেক্ষায় রয়েছি। ওঁ দেশে ফিরলেই তারপর আমরা পাকাপাকিভাবে কোনও সিদ্ধান্ত নেব।” কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই শেষ পর্যন্ত নিজেদের দল ঘোষণা করে ফেলল পাকিস্তান। অন্য়দিকে বাংলাদেশ নিজেদের জেদ বজায় রেখে ছিটকে গেল টি-টােয়েন্টি বিশ্বকাপ থেকে।

কেমন হল পাকিস্তান দল

সলমন আঘার নেতৃত্বে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামবে পাকিস্তান। গত এশিয়া কাপে পাক শিবিরে ছিলেন না বাবর। চলতি বিগ ব্যশেও সিডনি সিক্সার্সের জার্সিতে আহামরি কিছু পারফর্ম করতে পারেননি। কিন্তু তিনিই পাকিস্তানের টি-টোয়েন্টি ফর্ম্যাটে সর্বাধিক রান সংগ্রহকারী। বিশ্বকাপের মত বড় মঞ্চে তাই বাবরকে ফিরিয়ে আনল পিসিবি। তবে গত এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের হারের নেপথ্যে যে নামটি মূলত উঠে আসছিল, সেই হ্যারিস রউফকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। মহম্মদ রিজওয়ানও সুযোগ পাননি দলে। এছাড়া ফখর জামান, শাদাব খান, সইম আয়ুব, মহম্মদ নওয়াজ প্রত্যেককেই দলে রাখা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ-তে পাকিস্তানের সঙ্গে ভারত, যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্য়ান্ডস এই তিনটি দল রয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান দ্বৈরথ রয়েছে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে আগামী ৭ ফেব্রুয়ারি অভিযান শুরু করছে পাকিস্তান ক্রিকেট দল।

(Feed Source: abplive.com)