ভুল বোঝাবুঝির জেরে রান আউট, ব্যাট ছুড়ে ফেললেন পাক ওপেনার, মাঝ পিচেই জড়ালেন তর্কাতর্কিতে
নয়াদিল্লি: ভুল বোঝাবুঝির আর তার জেরে রান আউট, এমন ঘটনা কিন্তু নতুন কিছু নয়। তবে তার প্রতিক্রিয়া সচরাচর এমন হয় যেমনটা বাংলাদেশ এ বনাম পাকিস্তান শাহিনসদের বিরুদ্ধে দেখা গেল। সেই ভিডিও দেখে সবাই খানিকটা বিস্মিতই বটে। অস্ট্রেলিয়ার ডারউইনে বাংলাদেশ ‘এ’-র বিরুদ্ধে মাঠে নেমেছিল পাকিস্তান শাহিনসদের। সেই ম্যাচেই দুই পাক ওপেনার খাওয়াজা মহম্মদ নাফায় এবং ইয়াসির খান ভুল বোঝাবুঝির জেরে ইয়াসির রান আউট হন। তারপরে ইয়াসির ক্ষোভে তাঁর ব্যাট মাটিতে ছুড়ে ফেলেন। তাঁকে তাঁর ওপেনিং পার্টনারের উদ্দেশে অনেক কিছু বলতেও…





