
Mysterious Death:ঘটনাস্থলে পুলিশকর্মীরা এলে ভাঙা হয় হোটেলের ঘরের দরজা৷ তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যে অজয়কুমার শর্মা তাঁর বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন
তীকী ছবি
পটনা: হোটেলের ঘরে রহস্যমৃত্যু ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের৷ এই ঘটনা ঘিরে তোলপাড় পটনার জক্কানপুরে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত অজয়কুমার শর্মা (৭৬) গত ১৮ জানুয়ারি থেকে ওই হোটেলে ছিলেন৷
হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার সকাল থেকে তাঁর ঘরের বাইরে দেখা যায়নি অজয়কুমারকে৷ ফোন করলেও সাড়া মেলেনি৷ পরিবর্তে ফোন বেজে গিয়েছে৷ সন্দেহ হওয়াতে বিকেলে ঘরের দরজায় নক করেন কর্মীরা৷ কিন্তু তার পরও দরজা না খুললে খবর দেওয়া হয় পুলিশে৷ ঘটনাস্থলে পুলিশকর্মীরা এলে ভাঙা হয় হোটেলের ঘরের দরজা৷ তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন যে অজয়কুমার শর্মা তাঁর বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন।
(Feed Source: news18.com)
