
শুরু থেকেই বাংলাদেশকে ভারতে খেলতে না আসার বিষয়ে পাকিস্তানের (Pakistan Cricket Team) তরফে উস্কানি দেওয়া হয়েছে বলে বারংবার বিভিন্ন মহলে দাবি করা হয়েছিল। পাকিস্তান নিজেরা বিশ্বকাপের দল ঘোষণা করে দিলেও, গতকাল পিসিবি প্রধান মহসিন নকভি ওই দেশের প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফের সঙ্গে প্রায় আধ ঘণ্টা বৈঠক সারেন। সেই বৈঠকে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের না না বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকের পরে নকভি জানিয়েছেন শুক্রবার বা আগামী সোমবার পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবে।
পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে যেখানে সংশয় বাড়ছে, সেখানে একই খবর কিন্তু বাংলাদেশের জন্য মিষ্টিমধুর হতে পারে। শোনা যাচ্ছিল পাকিস্তান মেগা টুর্নামেন্টে না খেললে সেক্ষেত্রে পরবর্তী সেরা ব়্যাঙ্কের দল অনুযায়ী উগান্ডা বিশ্বকাপে সুযোগ পাবে। তবে Hindustan Times-র রিপোর্ট অনুযায়ী পাকিস্তান বিশ্বকাপে না খেললে তাদের পরিবর্তে বাংলাদেশ সুযোগ পেতে পারে। পাকিস্তানের জায়গায় সেই গ্রুপেই বাংলাদেশকে রাখা হতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের যা দাবি ছিল, সেইসব দাবি কিন্তু মানা সম্ভবপর হয়ে যাবে।
এই বিষয়ে অবগত এক সূত্র জানান, ‘পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেয়, তখন বাংলাদেশকে ওদের বদলে গ্রুপ এ-তে সুযোগ দেওয়া হবে। ওদের প্রাথমিক যা অনুরোধ ছিল, সেই মতোই ওরা নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলতে পারবে। এই বদল ঘটালে ব্যবস্থাপনায় খুব একটা সমস্যা হবে না।’
পাকিস্তান পূর্ব নির্ধারিত চুক্তি অনুযায়ী আগেভাগেই যে ভারতে খেলবে না, তা নির্ধারিত ছিল। সেইমতোই তাদের সমস্ত ম্য়াচ শ্রীলঙ্কায় আয়োজিত হবে। এমনকী তারা ফাইনালে পৌঁছলে সেই ম্যাচও দ্বীপরাষ্ট্রেই হবে। ভারতে নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশেরও একই দাবি ছিল। সেই অনুযায়ী তারা পাকিস্তানের মতো ভারতের বাইরেই নিজেদের সমস্ত ম্যাচ খেলতে পারবে। ফলে আখেরে পাকিস্তান না খেললে কিন্তু লাভবান হতে পারে বাংলাদেশ দলই।
(Feed Source: abplive.com)
