Narendra Modi on Ajit Pawar Death: ‘জননেতা ছিলেন, তৃণমূল স্তর পর্যন্ত যোগাযোগ ছিল,’ অজিত পওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Narendra Modi on Ajit Pawar Death: ‘জননেতা ছিলেন, তৃণমূল স্তর পর্যন্ত যোগাযোগ ছিল,’ অজিত পওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

অজিত পওয়ারের হঠাৎ মৃত্যুকে অপূরণীয় ক্ষতি উল্লেখ করে মোদি লেখেন, ‘তাঁর অকালমৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। তাঁর পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি’৷

নয়াদিল্লি: মহারাষ্ট্রের পুণের বারামতীতে নির্বাচনী জনসভায় যোগ দিতে যাওয়ার সময় বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পওয়ারের৷ যান্ত্রিক গোলযোগ না অবতরণের সময় ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে৷ অজিত পওয়ারের মরদেহ বারামতী মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে৷ ডিজিসিএ জানিয়েছে, দুর্ঘটনায় ওই চার্টার্ড বিমানে থাকা দুই বিমানকর্মী সহ ৫ জনেরই মৃত্যু হয়েছে৷