
ইন্ডিয়ান এনার্জি উইকে ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় ভারত-EU-র এহেন মুক্ত বাণিজ্য চুক্তির সঙ্গে জড়িত সকলকে অভিনন্দন জানান মোদি। তিনি বলেন, “আমি আপনাদের একটি বড় অগ্রগতির কথা জানাচ্ছি…গতকাল ভারত এবং ইউরোপিয় ইউনিয়নের মধ্যে একটি বড় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি বিশ্বের দু’টি অর্থনীতির মধ্যে সমন্বয়ের একটি চমৎকার উদাহরণ।” তিনি বলেন, “এই চুক্তি বিশ্বব্যাপী জিডিপির ২৫ শতাংশ এবং বিশ্ব বাণিজ্যের এক তৃতীয়াংশ। এটি বিশ্ব বাণিজ্য এবং সরবরাহ ব্যবস্থা- উভয়কেই শক্তিশালী করবে।” তিনি যুবসমাজ, বস্ত্র শিল্প, রত্ন ও অলংকার, চামড়া এবং জুতোর মতো সেক্টরের সঙ্গে যুক্ত সকল সহকর্মীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, “এই চুক্তি খুবই সহায়ক হবে। এটি কেবল ভারতে উৎপাদন বৃদ্ধি করবে না, বরং পরিষেবা খাতকেও আরও সম্প্রসারিত করবে। এই মুক্ত বাণিজ্য চুক্তি বিশ্বের প্রতিটি ব্যবসা এবং প্রতিটি বিনিয়োগকারীর জন্য ভারতের প্রতি আস্থা জোরদার করবে। ভারত সকল ক্ষেত্রে বিশ্বব্যাপী পার্টনারশিপের উপর ব্যাপকভাবে কাজ করছে।”
এর আগে বহু প্রতীক্ষিত ভারত-ইউরোপিয়ান ইউনিয়নের দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির কথা জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরশুলা ভন ডার লেয়েন। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে এই মুহূর্তকে ঐতিহাসিক বলেছেন তিনি। কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে আশা প্রকাশ করেন। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট বলেন, “আজ ইউরোপ ও ভারত ইতিহাস গড়ছে। আমরা সব চুক্তির আসল চুক্তিতে পৌঁছেছি। ২০০ কোটি মানুষের জন্য আমরা মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে তৈরি করেছি। যাতে উভয় পক্ষই উপকৃত হবে। এটা সবে শুরু। আমরা কৌশলগত সম্পর্ক আরও মজবুত করব।” এদিন নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রতিনিধি-স্তরে আলোচনায় উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরশুলা ভন ডার লেয়েন ও ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও লুই স্যান্তোস দা কোস্টা। ভারতীয় প্রতিনিধিদলে রয়েছেন- বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল, বিদেশ সচিব বিক্রিম মিস্রি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
(Feed Source: abplive.com)
