বাসের ধাক্কায় জখম ২ পথচারী, কীভাবে ঘটল দুর্ঘটনা?

বাসের ধাক্কায় জখম ২ পথচারী, কীভাবে ঘটল দুর্ঘটনা?

সন্দীপ সরকার, কলকাতা: বিড়লা তারামণ্ডলের (Birla Planetarium) সামনে দুর্ঘটনা। এক মহিলা-সহ ২ পথচারীকে ধাক্কা বেসরকারি বাসের (Private Bus)। গুরুতর আহত দু’ জনকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। দুপুর ১টা নাগাদ বিড়লা তারামণ্ডলের সামনে দুর্ঘটনা ঘটে। ২১২ নম্বর রুটের বাসের চালককে আটক করেছে পুলিশ।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
একেবারে বিড়লা তারামণ্ডলের সামনে সিগন্যালে দাঁড়িয়ে ছিল ধর্মতলাগামী বেসরকারি ওই বাসটি। সূত্রের খবর, সিগন্যাল ছাড়তেই এগিয়ে যায় বাসটি। তখনই ঠিক বাসের গা ঘেঁষে রাস্তা পার হচ্ছিলেন দুইজন। বাস চালু হতেই একজন পড়ে যান। প্রায় চাকার নীচে চলে যান বলে অভিযোগ। সূত্রের খবর, একজনের পায়ে চোট লেগেছে, একজনের কোমরে চোট লেগেছে। সঙ্গে সঙ্গে পুলিশ ওই দুজনকে উদ্ধার করে। রাস্তায় ট্যাক্সি দাঁড় করিয়ে একজনকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। আরেকজনকে অ্যাম্বুল্যান্স করে হাসপাতালে পাঠানো হয়। সূত্রের খবর, আহতদের মধ্যে ৫৮ বছর বয়সী এক মহিলা রয়েছেন। তাঁর আঘাত তুলনায় বেশি। দুইজনেই এখন এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে (Trauma Care Centre) চিকিৎসাধানী।

রবিবার দুপুরে কলকাতার বুকে এমন দুর্ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রাণহানি না হলেও ট্রাফিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। দুই পথচারী রাস্তা পার হচ্ছিলেন, তা কেন দেখলেন না বাসচালক। সেই প্রশ্নও উঠছে। পাশাপাশি ওই দুই পথচারী রাস্তা পার হওয়ার সময় কি সিগন্যাল খেয়াল করেননি? সেই প্রশ্নও উঠেছে।

ট্রাফিক নিরাপত্তা:
কলকাতার মতো শহরে ট্রাফিক নিরাপত্তা সবসময়েই চিন্তার কারণ। বিভিন্ন সময় দুর্ঘটনা (Accident) রোখার জন্য, দুর্ঘটনা কমানোর জন্য নানাভাবে সচেতনতামূলক প্রচারের ব্যবস্থা করেছেন কলকাতা ট্রাফিক পুলিশ। সিগন্যাল ও জেব্রা ক্রসিং দেখে রাস্তা পার হওয়ার বিশয়ে সচেতনতা প্রসারের চেষ্টা করা হয়ে থাকে প্রায়শই। তারপরেও এমন দুর্ঘটনা ঘটছে। বাস বা গাড়িচালকদের সচেতন যেমন হতে হবে, তার পাশাপাশি পথচারীদেরও ব্যস্ত রাস্তায় যাতায়াতের সময় সচেতন হওয়া প্রয়োজন। এমনটা বারবার বলা হয়ে থাকে পুলিশের তরফে।