প্রায় ১,৭০০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত, কীভাবে নিয়োগ করা হবে?

প্রায় ১,৭০০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন ২২ জুলাই পর্যন্ত, কীভাবে নিয়োগ করা হবে?

স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের প্রার্থীদের জন্য শিক্ষকতার সুযোগ। শিক্ষক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করল নবোদয় বিদ্যালয় সমিতি।

গুরুত্বপূর্ণ তারিখ :

গত ২ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২২ জুলাই আবেদনের শেষ দিন।

ক’টি শূন্যপদ রয়েছে?

মোট ১,৬১৬টি পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নবোদয় বিদ্যালয় সমিতি।

কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে?”

প্রিন্সিপাল- ১২টি পদ

পিজিটি-বায়োলজি- ৪২টি পদ

কেমিস্ট্রি- ৫৫টি পদ

কমার্স- ২৯টি পদ

ইকোনমিকস- ৮৩টি পদ

ইংরেজি- ৩৭টি পদ

ভূগোল- ৪৭টি পদ

হিন্দি- ২০টি পদ

ইতিহাস- ২৩টি পদ

ম্যাথমেটিকস- ২৬টি পদ

ফিজিকস- ১৯টি পদ

কম্পিউটার সায়েন্স- ২২টি পদ

টিজিটি-ইংরেজি- ১৪৪টি পদ

হিন্দি- ১৪৭টি পদ

ম্যাথমেটিকস- ১৬৭টি পদ

সায়েন্স- ১০১টি পদ

সোশ্যাল সায়েন্স- ১২৪টি পদ

টিজিটি (তৃতীয় ভাষা)- ৩৪৩টি পদ

সঙ্গীত শিক্ষক- ৩৩টি পদ

আর্ট শিক্ষক- ৪৩টি পদ

পিইটি পুরুষ- ২১টি পদ

পিইটি মহিলা- ২১টি পদ

লাইব্রেরিয়ান- ৫৩টি পদ

প্রার্থী নির্বাচন কীভাবে করা হবে?

কম্পিউটারভিত্তিক পরীক্ষা (CBT) লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। পরীক্ষার পর আছে পার্সোনাল ইন্টারভিউ রাউন্ডও। প্রিন্সিপাল পদে শুধুমাত্র দিল্লি এনসিআরে পরীক্ষা হবে।