আজ থেকে চিত্‍পুর রেল ওভারব্রিজে বাসে যেতে পারবেন না, বিকল্প রুট কী?

আজ থেকে চিত্‍পুর রেল ওভারব্রিজে বাসে যেতে পারবেন না, বিকল্প রুট কী?

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: আজ থেকে চিত্‍পুর রেল ওভারব্রিজে (Chitpur Railway Overbridge) ভারী যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হল। নোটিস দিয়ে কলকাতা ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police) জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চিত্‍পুরে রেল ওভারব্রিজের (Chitpur Railway Overbridge) ওপর দিয়ে বাস চলাচল করতে পারবে না। তবে ছোট গাড়ি চলাচলে বাধা নেই।


বিকল্প রুট কী?
বাসের জন্য বিকল্প রুটও জানিয়েছে ট্রাফিক পুলিশ (Traffic Police) । জানানো হয়েছে, চিত্‍পুরগামী বাস পি কে মুখার্জি রোড ধরে যাবে। আর শ্যামবাজারমুখী বাস ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিটি রোড হয়ে লকগেট উড়ালপুল দিয়ে যাবে। দুপুর ১টার পর থেকে পরদিন ভোর ৫টার আগে পর্যন্ত শ্যামবাজারগমী বাস যাবে পাইকপাড়া হয়ে আরজি কর হাসপাতালের সামনে দিয়ে। ব্রিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। সূত্রের খবর, সেপ্টেম্বরে টালা ব্রিজের উদ্বোধন হওয়ার পর চিত্‍পুর রেল ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নিতে পারে পূর্ত দফতর (PWD)।

কেন এই সিদ্ধান্ত? ভারী যান অর্থাৎ মালবাহী গাড়ি, যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করা হল। ২০১৯ সাল থেকেই এই নিয়ম লাগু হয় চিৎপুর রেলওভার ব্রিজে। শুধুমাত্র যাত্রীবাহী বাসের ক্ষেত্রে ছাড় ছিল। এবার থেকে যাত্রীবাহী বাসও আর ওই ব্রিজ দিয়ে যেতে পারবে না। যাত্রীদের সুরক্ষা এবং রেলওভার ব্রিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট মালবাহী বা ছোট গাড়ির ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে।

(Source: abplive.com)