জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবুও বাইশ গজের যুদ্ধের প্রতি টান এতটুকু কমেনি। তাই ফের একবার মাঠে ফিরছেন ইংল্যান্ডের (England) বিশ্বকাপ-জয়ী অধিনায়ক অইন মর্গ্যান (Eoin Morgan)। এ বার তাঁকে ‘লেজেন্ডস ক্রিকেট লিগ’ (Legends League Cricket) খেলতে দেখা যাবে।
আগামী সেপ্টেম্বরে আয়োজিত হবে এই প্রতিযোগিতা। চার দলের প্রতিযোগিতার জন্য ইতিমধ্যেই ১১০ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করেছেন।
ফের মাঠে ফিরে মর্গ্যান বলছেন, “দারুণ লাগছে। লেজেন্ডস লিগের অংশ হতে পেরে আমি ভীষণ উত্তেজিত। প্রতিযোগিতার দ্বিতীয় মরসুমে খেলার জন্য মুখিয়ে রয়েছি।”
এর আগে এই প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা খেলেছিলেন। ভারত একাদশ, এশিয়া একাদশ এবং অবশিষ্ট বিশ্ব একাদশ— এই তিনটি দল অংশ নিয়েছিল।
(Source: zeenews.com)