Indian Navy Recruitment: Agniveer SSR পদে নৌবাহিনীতে ব্যাপক নিয়োগ, কীভাবে আবেদন রইল

Indian Navy Recruitment: Agniveer SSR পদে নৌবাহিনীতে ব্যাপক নিয়োগ, কীভাবে আবেদন রইল

Agniveer SSR পদে নিয়োগ করা হবে

ভারতীয় নৌসেনায় Agnipath যোজনা’র মাধ্যমে Agniveer SSR পদে নিয়োগ করা হবে। আর তা আগামী ১৫ জুলাই থেকে আবেদন (Agniveer SSR Recruitment) করা যাবে। আর তা করতে হলে অনলাইনের মাধ্যমে তা করা যাবে। এজন্যে নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। সরকারি ওয়েবসাইটের লিঙ্কটি হল- joinindiannavy.gov.ইন। তবে আবেদনের আগে অবশ্যই জরুরি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

২৮০০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে

২৮০০ টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে

আর তা পড়তে হলে এই লিঙ্কটি ক্লিক (Agniveer SSR Recruitment) করতে হবে। আর সেই লিঙ্কটি হল- https://www.joinindiannavy.gov.in/files/Advertisement.pdf। জানা যাচ্ছে, মোট ২৮00 টি শূন্যপদের জন্যে এই নিয়োগ করা হবে।

জরুরি তথ্য-

জরুরি তথ্য-

বলে রাখা প্রয়োজন, ভারতীয় নৌসেনার Agniveer SSR পদে’র জন্যে কোর্স আগামী নভেম্বর মাস থেকে শুরু হবে। আবেদনকারীদের অক্টোবর মাসে এই পদের জন্যে লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষার জন্যে ডেকে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি পড়ে নিতে হবে।

শিক্ষাগত যোগ্যতা-

শিক্ষাগত যোগ্যতা-

এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারীকে নুন্যতম ক্লাস ১২ পাশ করতেই হবে। এছাড়াও অঙ্ক, ফিজিক্স নিয়ে পড়াশুনা থাকতে হবে আবেদনকারী’র। অন্যদিকে এই পদের জন্যে আবেদনকারী’র জন্মতিথি ১ নভেম্বর ১৯৯৯ থেকে ২০০৫ এর মধ্যে হতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তবে এক্ষেত্রে শারীরিক যোগ্যতা খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী’র নুন্যতম উচ্চতা ১৫৭ সেন্টিমিটার হওয়ার প্রয়োজন রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে নিন-

কীভাবে বেছে নেওয়া হবে-

কীভাবে বেছে নেওয়া হবে-

এই শূন্যপদের জন্যে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে কয়েকটি পর্যায়ে। জানা গিয়েছে, লিখিত পরীক্ষা এবং মেডিক্যাল পরিক্ষর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।