গ্যাস, জ্বালানি তেলের দাম বাড়িয়ে বিনামূল্যে বুস্টার ডোজের নাটক করছে কেন্দ্র। এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ।
বুধবার তৃণমূলের রাজ্য সম্পাদক দাবি করেন, বিনামূল্যে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদানের নাটক করছে নরেন্দ্র মোদী সরকার। পেট্রল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বাড়িয়ে আমজনতার থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে কেন্দ্র। আমজনতার পকেটের টাকায় তাঁদেরই বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার নাটক করছে বলে অভিযোগ করেন তৃণমূলের রাজ্য সম্পাদক।
৭৫ দিন বিনামূল্যে বুস্টার ডোজ
৭৫ দিন দেশের সকল অপ্রাপ্তবয়স্ক নাগরিককে বিনামূল্যে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ প্রদান করা হবে। ঘোষণা করেছে কেন্দ্র। অর্থাৎ ১৮-র ঊর্ধ্বে সকলে বিনামূল্যে বুস্টার ডোজ পেতে চলেছেন। বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ জুলাই থেকে ৭৫ দিন বিনামূল্যে বুস্টার ডোজ প্রদান করা হবে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘ভারত স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করছে। আজাদি অমৃতকাল উদযাপনের আবহে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ১৫ জুলাই থেকে পরবর্তী ৭৫ দিন দেশের সকল প্রাপ্তবয়স্ক নাগরিককে বিনামূল্যে বুস্টার ডোজ প্রদান করা হবে।’
আপাতত শুধুমাত্র প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা এবং ষাটোর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে। বাকিদের টাকা দিয়ে নিতে হচ্ছে বুস্টার ডোজ। আগামী শুক্রবার থেকে সব প্রাপ্তবয়স্ক নাগরিকই বিনামূল্যে বুস্টার ডোজ পাবেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সরকারি টিকা কেন্দ্র থেকে বিনামূল্যে বুস্টার ডোজ মিলবে।
(Source: hindustantimes.com)