#নয়া দিল্লি: বোঝো কাণ্ড! ঝগড়ার কারণ নাকি টি-শার্টের দাম! আর তার জন্য চড়-থাপ্পড়! এমনটাও কী হতে পারে! হ্যাঁ এমনটাই হয়েছে দিল্লিতে। যা জানলে আপনি অবাক হবেন। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। যা দেখে অবাক হয়েছেন নেটিজেনরা! সকলে বলছেন এমনটাও হয় কী করে! তাও জনসমক্ষে!
তা ঠিক কী ঘটেছিল? যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে দিল্লি মেট্রোতে উঠেছেন দুই যুবক-যুবতী। তাঁরা একে অপরকে আগে থেকেই চেনেন। নিজেদের মধ্যে কথা হচ্ছিল। যুবতীর হাতে একটি ব্যাগ। তাতে রয়েছে কয়েকটি টি-শার্ট। যুবতী সেই টিশার্ট যুবককে দেখিয়ে বলছেন, ‘এই টিশার্টটি যাদের থেকে কিনেছি , দাম নিয়েছে হাজার টাকা!” এ কথা শুনেই যুবক পাত্তা না দিয়ে বলেন, ‘মিথ্যে কথা! খুব বেশি হলে দেড়শো টাকা দাম হবে এই টি-শার্টের!
‘
Delhi metro entertainment pic.twitter.com/LLdIDHB54N
— kartik (@Kartik_sharmaji) July 12, 2022
गर्लफ्रेंडने बॉयफ्रेंडला काढलं बुकलून, दिल्ली मेट्रोमधील व्हिडीओ व्हायरल pic.twitter.com/bO7BXnYFZ4
— Mandar (@mandar199325) July 13, 2022
ব্যস এতেই সব গোলমাল হয়ে যায়। যুবককে ঠাসিয়ে চড় মারেন যুবতী। যুবক ফের ঝগড়া করতে থাকেন। এবার যুবতী ফের সোজা গালে চড় মারেন! তবে থেমে যান না যুবকও পাল্টা চড় মারেন যুবতীকে। এই ভিডিও ট্যুইটারে শেয়ার হতেই শোরগোল শুরু হয়। নেটিজেনরা বলছেন, এই সামান্য কারণে মারপিট? একে অপরকে চড় মারছেন?” আবার কেউ বলছেন, “দিল্লি মেট্রোর উচিত আগে থেকে চেক করে যাত্রীদের উঠতে দেওয়া!’ আবার কেউ মজা করে লিখেছেন, “চড়ের বদলে চড়! তবে কারণটা খুব মজার!” আপাতত এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে!