Bengali Video: ক্রমশ বেড়েই চলেছিল পেট, অস্ত্রোপচার করে চিকিৎসকরা বের করলেন ২৭ কেজির টিউমার!
এত বড় টিউমার পেটের মধ্যে রেখে দিয়ে কেউই সুস্থভাবে জীবন যাপন করতে পারেন না। ফলে ওই মহিলার অস্ত্রোপচারের দরকার ছিল অস্ত্রোপচারের পর সুবর্ণা মল্লিক। পশ্চিম বর্ধমান: দিন দিন বাড়ছিল পেটের ব্যথা। অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছিল পেট। প্রথমে কিছু বোঝা যায়নি। তবে সমস্যা গুরুতর আকার ধারণ করলে চিকিৎসকের কাছে ছুটে গিয়েছিলেন পঞ্চাশোর্ধ সুবর্ণা মল্লিক। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় পেটে ২৭ কেজি ওজনের এক বিশাল টিউমার আছে! তাই ধীরে ধীরে পেটটা অত বড় হয়ে গিয়েছে। এত বড় টিউমার পেটের মধ্যে…


