ঘরে ঘরে জ্বর, এই ৬ ধরনের জ্বর থেকে সাবধান করছেন চিকিৎসকরা, কীভাবে বুঝবেন?

ঘরে ঘরে জ্বর, এই ৬ ধরনের জ্বর থেকে সাবধান করছেন চিকিৎসকরা, কীভাবে বুঝবেন?

*লেপটোস্পাইরোসিস (Leptospirosis): ব্যাকটেরিয়াঘটিত এই রোগে মানুষ এবং জন্তু উভয়েই আক্রান্ত হতে পারে। আর এই রোগে আক্রান্ত রোগীর ক্ষেত্রে প্রবল জ্বর, মাথা ব্যথা, কাঁপুনি, বমি, জন্ডিস, তলপেটে ব্যথা এবং ত্বকে র‍্যাশের মতো উপসর্গ দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, যেখানে প্রবল বৃষ্টি হয়ে জল জমে যায়, সেই সব জায়গায় এই রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকে। আসলে জমে থাকা বৃষ্টির জল থেকেই ছড়ায় এই রোগ। যদি ডাক্তারের পরামর্শ মেনে প্রোফাইল্যাক্সিসের মতো অ্যান্টিবায়োটিক খাওয়া যায়, তা-হলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। প্রতীকী ছবি।