জুলাই পড়তেই আরও একদফা ডিএ (DA) পাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারি (Central Govt) কর্মী ও পেনশনভোগীদের (Employee and pensioners)। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৩ অগাস্টের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। একইসঙ্গে ল সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর বিষয়েও অনুমোদন দিতে পারে সরকার। যা হলে ১ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বিপুল বৃদ্ধির সম্ভাবনা।