মহিন্দা রাজাপাক্ষের দেশ ছাড়ার অনুমতি রদ, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কাজ শুরু

মহিন্দা রাজাপাক্ষের দেশ ছাড়ার অনুমতি রদ, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের কাজ শুরু

#কলম্বো: মহিন্দা রাজাপাক্ষে ও তাঁর ভাইকে দেশ ছাড়ার অনুমতি দিল না সে দেশের সর্বোচ্চ আদালত। সে দেশের আদালতে এখটি পিটিশন ফাইল করা হয় এই দুজনের নামে, সেই পিটিশনের ভিত্তিতে উভয়কেই দেশ ছাড়ার অনুমতি দেয়নি আদালত। পাশাপাশি এই তালিকায় নাম দেওয়া হয়েছে শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাঙ্কের গর্ভনর ও প্রাক্তন অর্থ সচিবেরও। পাশাপাশি, শ্রীলঙ্কায শুরু হয়েছে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়াও। শনিবার থেকে এই প্রক্রিয়া পুরোদমে শুরু হয়ে গিয়েছে, কারণ ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাক্ষে।

রাষ্ট্রপতি নির্বাচনের শুরুর সারিতে রয়েছেন শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিঙ্ঘে। আপাতত তিনি কার্যনির্বাহী প্রেসিডেন্ট। শনিবার শ্রীলঙ্কার সংসদ এই রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু লক্ষ্যে প্রথমবার আলোচনায় বসছে। সে দেশের সংসদ সূত্রে খবর, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আগামী ১৯ জুলাই পর্যন্ত মনোনয়ন জমা পড়তে চলেছে, তার পর নির্বাচন হবে ২০ জুলাই। এদিকে এখন গোতাবায়া রাজাপাক্ষে সিঙ্গাপুরে রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। যদিও মলদ্বীপে তিনি বিপুল বিক্ষোভের সামনে পড়েছেন বলেই খবর পাওয়া গিয়েছে।

বিদেশে পালিয়েও বিপদে শ্রীলঙ্কার সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে৷ এই মুহূর্তে সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন তিনি৷ যদিও রাজাপক্ষেকে খুব বেশি দিন আশ্রয় দিতে রাজি নয় শ্রীলঙ্কা সরকার৷

সূত্রের খবর, আশ্রয় চেয়ে ভারত সরকারের সঙ্গেও যোগাযোগ করেছিলেন রাজাপক্ষে৷ কিন্তু তাঁর এই অনুরোধ ফিরিয়ে দিয়েছে ভারত৷ ওই সূত্রের মতে, শ্রীলঙ্কার মানুষের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হয়, এমন কিছু করতে রাজি নয় নয়াদিল্লি৷

৭৩ বছর বয়সি রাজাপক্ষে গত বুধবার প্রথমে স্ত্রীকে নিয়ে মলদ্বীপে গিয়ে আশ্রয় নেন৷ সেখান থেকে সিঙ্গাপুরে পৌঁছন তিনি৷ কিন্তু সিঙ্গাপুর প্রশাসনের পক্ষ থেকে তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ১৫ দিনের বেশি তিনি সেদেশে থাকার অনুমতি পাবেন না৷ ফলে ১৫ দিন পরে রাজাপক্ষে কী করেন, সেটাই এখন দেখার৷

Published by:Uddalak B

(Source: news18.com)