
কীভাবে আবেদন
যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীদের ইতিমধ্যে আবেদন করতে বলা হয়েছে। আর তা অনলাইনের মাধ্যমে করতে হবে। BSNL -এর সরকারি ওয়েবসাইটের মাধ্যমে তা (BSNL Haryana Recruitment 2022) করতে হলে। ওয়েবসাইটি হল- haryana.bsnl.co.ইন। এছাড়াও এই পদের জন্যে এই লিঙ্কে- www.haryana.bsnl.co.ইন/2019- ক্লিক করেও বিএসএনএল পদের জন্যে আবেদন করা যাবে। তবে এই শূন্যপদে আবেদনের জন্যে শেষ তারিখ ১৯ জুলাই। ফলে হাতে আর কয়েকটা দিনই বাকি রয়েছে।

একাধিক পদে হবে নিয়োগ
তবে আবেদনের আগে অবশ্যই বিএসএনএলের তরফে দেওয়া নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি (BSNL Haryana Recruitment 2022) দেখে নিতে হবে। আর তা জানতে এই লিঙ্কে- BSNL Haryana Recruitment 2022 Notification PDF- ক্লিক করতে হবে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, বিএসএনএলের মোট ৪৪টি শূন্যপদের (Recruitment 2022) জন্যে নিয়োগ করা হবে। জানা যাচ্ছে, অ্যাপ্রেন্টিস (বিক্রয় ও বিপণন)- ২৪ জনকে নিয়োগ করা হবে। অ্যাপ্রেন্টিস (CM/CFA/EB)-20 জনকে এক্ষেত্রে নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীকে যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েট হতেই হবে। কিংবা ডিপ্লোমা হলেও হবে। এই বিষয়ে বিস্তারিত ভাবে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আর তা দেখেই আবেদন করতে বলা হয়েছে।

বয়সসীমা-
আবেদনকারীর বয়স নুন্যতম ২৫ বছর হতেই হবে। আবেদনের আগে অবশ্যই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।
