চিনকে সায়েস্তা করতে এস ৪০০ কিনেছে ভারত, বাঁচল CAATSA আইন থেকেও

চিনকে সায়েস্তা করতে এস ৪০০ কিনেছে ভারত, বাঁচল CAATSA আইন থেকেও

India

oi-Souptik Banerjee

ধ্বনি ভোটে আইনি সংশোধনী পাশ করেছে মার্কিন দ্য হাউজ অব রিপ্রেজেন্টেটিভ। আর এদিকে হাউজ ভারতের বিরুদ্ধে CAATSA নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে তারা সম্মত হয়েছে। চিনের সঙ্গে প্রতিনিয়ত লড়তে হয় ভারতকে। তাঁদের নীতি সর্বদা আগ্রাসী আগ্রাসী। এমন দেশকে শায়েস্তা করতেই রাশিয়ার থেকে এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম কিনেছিল ভারত। আর এর ফলেই রাশিয়ার থেকে মিসাইল কিনে সম্পর্ক সুন্দর রেঝেছে ভারত আবার চিনকে সায়েস্তা করার নীতি নিয়ে ভারত তুষ্ট রেখেছে আমেরিকাকেও।

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরেই আমেরিকার সম্পর্ক মোটেই ভালো নয়। যেদিন থেকে ইউক্রেনের সঙ্গে তারা যুদ্ধে নেমেছে সেদিন থেকে সম্পর্ক তলায় তলায় আরও খারাপ হয়েছে। আর সেই রাশিয়ার থেকে কি না অস্ত্র কিনছে ভারত। এতেই ক্ষুব্ধ আমেরিকা ভাবছিল ভারতের ওপর CAATSA নিষেধাজ্ঞা আরোপ করবে। কিন্তু তা নিয়ে আলোচনা চলছিল। তবে তা শেষ পর্যন্ত হল না। সৌজন্যে ধ্বনি ভোট। সেখানে ভারতের পক্ষে সুর চড়েছে বেশি। ফলে কাটসা প্রয়োগ করা হয়নি।

বৃহস্পতিবার এই সংশোধনী পাশ করা হয়েছে। ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট নিয়ে আলোচনা করার সময় ধ্বনি ভোটের মাধ্যমে তা পাশ হয়। আসলে এখানে কাজটা করেছিলেন ইন্দো-আমেরিকান কংগ্রেসম্যান আরও খান্না। তিনি হাউজে এটা স্পষ্ট করে দেন যে ভারত রাশিয়ার থেকে এস-৪০০ মিসাইল কিনলেও তা কিনেছে চিনকে সায়েস্তা করছে । তাই তিনি ভারতের উপর CAATSA নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বাইডেন প্রশাসনের কাছে আবেদন করেছিলেন।

আসলে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভার্সরিজ থ্রু স্যানকশ অ্যাক্ট মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কঠোর আইন। এতে যে সব দেশ রাশিয়ার থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র কেনে তাদের বিরুদ্ধে আমেরিকা এই আইন প্রয়োগ করে। এই আইন প্রণয়ন করা হয়েছিল ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল এবং ২০১৬ সালে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে হস্তক্ষেপ করার অভিযোগে । সেটাই প্রয়োগ হতে পারত ভারতের উপর। হয়নি মার্কিন প্রতিনিধি খান্নার সৌজন্যে। তিনি বলেন, “চিনের আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার ভারতের পাশে দাঁড়ানো উচিত। ইন্ডিয়া ককাসের ভাইস চেয়ার হিসেবে আমি দেশগুলির মধ্যে সম্পর্ক মজবুত করার চেষ্টা করছি।”

তখন ২০১৮ সালের অক্টোবর মাস। পাঁচ ৫ টি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য রাশিয়ার সঙ্গে মার্কিন ডলার চুক্তি সই করেছিল ভারত। চুক্তি হয় ৫০০ কোটি টাকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থাকাকালীন এটা কেন হয়েছিল, তখন মিলেছিল হুমকি। শোনেনি ভারত। রাশিয়ার সবথেকে আধুনিক শক্তিশালী দূরপাল্লার মিসাইল কেনার জন্য তুরস্কের ওপর CAATSA নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। কিন্তু চিনের বিরুদ্ধে লড়েই ভারত থেকে গিয়েছেন কাটসার বাইরে

(Source: oneindia.com)