১৮ জুলাই থেকে কি সস্তা আর কি দামী-
আগামী ১৮ জুলাই অনেক কিছু বদলে যাবে! সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির আরও বড় এক ঝটকা লাগবে। জিএসটি কাউন্সিল প্রত্যেকদিনের ব্যবহার হয় এমন একাধিক জিনিসের উপর জিএসটি বসানোর সিদ্ধান্ত নিয়েছে। কিছু জিনিসের উপর ছাড় দেওয়া হলেও তা তুলে নেওয়া হয়েছে। এমনকি বহু জিনিসের উপর জিএসটির কর আরও বাড়িয়ে তুলেছে। ফলে আগামী ১৮ জুলাইতে মূল্যবৃদ্ধির আরও বড় একটা ঝটকা অপেক্ষা করছে সাধারণ মানুষের উপর।
বড়সড় ঝটকা অপেক্ষা করছে-
আগামী ১৮ জুলাই থেকে প্যাকড এবং লেবেন যুক্ত প্রোডাক্ট, মাছ, দই, পনীর, লস্যি, মাখন, শোয়াবিন, মটর, শাক-সবজি, মুড়ি সহ সমস্ত এমন সামগ্রীর উপর পাঁচ শতাংশ জিএসটি বসানোর সিদ্ধান্ত নিয়েছে। বলে রাখা প্রয়োজন, এই প্রোডাক্ট এতদিন GST -এর আওতায় ছিল না। আগামী ১৮ জুলাই থেকে এই সমস্ত জিনিসকে জিএসটি’র আওতায় নিয়ে আসা হচ্ছে। যেই জিএসটি বসবে সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিসের দাম আরও বেড়ে যাবে। এছাড়াও মাংস, মাছ, দই, পনীরের মতো জিনিসও আরও দামি হয়ে যাবে।
শুধু খাবারই নয়-
এমন নয় যে, শুধুই খাবারের দামই বাড়ছে। আগামী ১৮ জুলাই থেকে সরকার হোটেলের ঘরের উপরেও জিএসটি ১২ শতাংশ বসিয়ে দিচ্ছে। জিএসটি কাউন্সিনের সিদ্ধান্ত অনুযায়ী এক হাজার থেকে কম ভাড়ার ঘরেও এবার ১২ শতাংশ জিএসটি দিতে হবে। আগে যা ছিল না। ফলে বেড়াতে গেলে খরচ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে
ফুড ছাড়াও এই সমস্ত জিনিসের দামও বাড়ছে-
খাওয়ার-দাওয়ার শুধুই নয়, প্রিন্টিং, চাকু, পেন্সিল, শার্পনার, এলইডি ল্যাম্পের উপর ১৮ শতাংশ জিএসটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ট্রেট্রা প্যাক, ব্যাঙ্কের চেক সার্ভিসের উপরেও ১৮ শতাংশ জিএসটি বসবে। এছাড়াও মাটির সঙ্গে যুক্ত প্রোডাক্টের উপর পাঁচ শতাংশ জিএসটি বেড়ে তা ১২ শতাংশ করে দেওয়া হচ্ছে।
কি সস্তা হবে?
আগামী ১৮ জুলাই থেকে বেশিরভাগ জিনিসের দাম বাড়ছে। তবে পরিবহন সেক্টরে রোপওয়েতে জিএসটি হার কমানো হয়েছে। কিছু সামগ্রী পরিবহণ সস্তা হয়ে গিয়েছে। হাড়ের চিকিৎসা এবার থেকে সস্তা হবে। আগে এক্ষেত্রে ১২ শতাংশ জিএসটি দিতে হত। এবার তা কমিয়ে পাঁচ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, অ্যান্টি-ফাইলেরিয়া ওষুধও সস্তা হহবে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, সামরিক পণ্যের ওপর কিছু GST-তে ছাড় দেওয়া হয়েছে বলে খবর।