জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) জনপ্রিয়তায় যে এতটুকু কমেনি। সেটা ফের একবার বোঝা গেল। লন্ডনের রাস্তায় দেখা গেল ‘ক্যাপ্টেন কুল’-কে (Captain Cool)। তাঁকে দেখার পরেই ভক্তরা উন্মাদনায় ফেটে পড়লেন। জোড়া বিশ্বকাপজয়ী ও ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়কের সঙ্গে একটা সেলফি তোলার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। সেই সময় ধোনিকে ভিড় থেকে বাঁচাতে হিমশিম খেলেন নিরাপত্তারক্ষীরা। সকলেই কার্যত তাঁর সঙ্গে দৌড়তে শুরু করে দেন।
সেই দৃশ্য আবার মোবাইল ফোনে ক্যামেরাবন্দি করলেন এক ভক্ত। তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিয়ো। ৪১তম পালন করার পর এই মুহূর্তে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন ধোনি।
— Dhoni Army TN (@DhoniArmyTN) July 16, 2022
Latest video of Ms Dhoni in Oval, fan are crazy to take selfie with him.#MSDhoni #whitslepodu #INDvsENGpic.twitter.com/aV4HOY8ecD
— Resanth. (@Cric_Resanth) July 16, 2022
লর্ডসে ইংল্যান্ড বনাম ভারতের দ্বিতীয় একদিনের ম্যাচ দেখতে গিয়েছিলেন ধোনি। সুরেশ রায়নাও সেই ম্যাচ এসেছিলেন। দুজন ছবি তোলার পর সোশ্যাল মিডিয়াতে পোস্ট করাও হয়েছিল। টি-টোয়েন্টি সিরিজের সময় ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করেছিলেন।
কয়েকদিন আগে ঋষভ পন্থ ও পার্থিব প্যাটেলের সঙ্গে ছবি তুলেছিলেন ধোনি। সেই ছবিও মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছিল।
(Source: zeenews.com)