IND vs ENG 3rd ODI Live: একই ওভারে লিভিংস্টোন ও বাটলারের উইকেট নিলেন হার্দিক

IND vs ENG 3rd ODI Live: একই ওভারে লিভিংস্টোন ও বাটলারের উইকেট নিলেন হার্দিক
হার্দিককে অভিনন্দন কোহলিদের। ছবি- এপি (AP)

লাইভ আপডেটস


  • নিজের প্রথম ওভারে মহম্মদ সিরাজ ফিরিয়ে দেন জনি বেয়ারস্টো ও জো রুটকে।

ওভালের প্রথম ওয়ান ডে ম্যাচে ভারত ১০ উইকেটে জয় তুলে নেয়। লর্ডসের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ভারতকে ১০০ রানে পরাজিত করে ইংল্যান্ড। সুতরাং, তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ ১-১ সমতায় দাঁড়িয়ে। এই অবস্থায় ম্যাঞ্চেস্টারের তৃতীয় ওয়ান ডে ম্যাচটি সিরিজ নির্ণানক ফাইনালের রূপ নেয়। এখন দেখার যে ওল্ড ট্র্যাফোর্ডে শেষ হাসি হাসে কারা।

17 Jul 2022, 06:44:59 PM IST

৪০ ওভারে ইংল্যান্ড ৭ উইকেটে ২১৪

৪০ ওভার শেষে ইংল্যান্ড ৭ উইকেটের বিনিময়ে ২১৪ রান তুলেছে। ডেভিড উইলি ৮ বলে ৫ রান করেছেন। ১২ বলে ১১ রান করেছেন ওভার্টন।

17 Jul 2022, 06:33:22 PM IST

বাটলারের উইকেট নিলেন পান্ডিয়া

লিভিংস্টোনকে সাজঘরে ফেরানোর পরে সেই ওভারের শেষ বল জোস বাটলারকেও মাঠ ছাড়তে বাধ্য করলেন হার্দিক পান্ডিয়া। ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮০ বলে ৬০ রান করে জাদেজার হাতেই ধরা দেন বাটলার। ইংল্যান্ড ১৯৯ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ক্রেগ ওভার্টন। পান্ডিয়া ৬ ওভারে ৩টি মেডেন-সহ ১৮ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।

17 Jul 2022, 06:28:39 PM IST

লিভিংস্টোনকে ফেরালেন হার্দিক

৩৬.৩ ওভারে হার্দিকের বলে বাউন্ডারি লাইনে জাদেজার হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন লিয়াম। ইংল্যান্ড ১৯৮ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডেভিড উইলি।

17 Jul 2022, 06:21:12 PM IST

১৫ ওভারের খেলা বাকি

৩৫ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৯০ রান। ২৬ বলে ২০ রান করেছেন লিয়াম লিভিংস্টোন। ৭৫ বলে ৫৯ রান করে অপরাজিত রয়েছেন জোস বাটলার।

17 Jul 2022, 06:07:29 PM IST

হাফ-সেঞ্চুরি বাটলারের

৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৫ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন জোস বাটলার। ৩২ ওভারে ইংল্যন্ডের স্কোর ৫ উইকেটে ১৭০। ৫১ রানে ব্যাট করছেন বাটলার। লিভিংস্টোন অপরাজিত রয়েছেন ৯ রানে।

17 Jul 2022, 05:48:17 PM IST

মইনকে ফেরালেন জাদেজা

২৮তম ওভারে প্রথমবার বল করতে আসেন রবীন্দ্র জাদেজা। তিনি দ্বিতীয় বলেই তুলে নেন মইন আলির উইকেট। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৩৪ রান করে পন্তের দস্তানায় ধরা পড়েন আলি। ইংল্যান্ড ১৪৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট হাতে ক্রিজে আসেন লিয়াম লিভিংস্টোন। ২৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ৫ উইকেটে ১৫৬ রান। বাটলার ৪০ রানে ব্যাট করছেন।

17 Jul 2022, 05:39:59 PM IST

অর্ধেক ইনিংস শেষ

২৫ ওভারের খেলা শেষ। ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করেছে। জোস বাটলার ৪৯ বলে ৩২ রান করেছেন। মইন আলি ৩৫ বলে ২৪ রান করে অপরাজিত রয়েছেন।

17 Jul 2022, 05:26:29 PM IST

১০০ টপকাল ইংল্যান্ড

২২ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১০৭ রান। বাটলার ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪০ বলে ২৯ রান করেছেন। মইন আলি ২৬ বলে ৫ রান করে ব্যাট করছেন।

17 Jul 2022, 05:14:24 PM IST

অস্বস্তিতে বাটলার

জোস বাটলারকে রীতিমতো শঙ্কায় রেখেছেন মহম্মদ সিরাজ। ১৯তম ওভারের দ্বিতীয় ও পঞ্চম বলে দু’বার বাটলারের হেলমেটে গিয়ে লাগে বল। প্রোটেকল মেলে ২ বার হেলমেট বদলাতে হয় ব্রিটিশ দলনায়ককে। ১৯ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮৬।

17 Jul 2022, 05:01:42 PM IST

১৭ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮২

১৭ ওভারে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেটে ৮২ রান। ২০ বলে ১০ রান করেছেন জোস বাটলার। ১৬ বলে ২ রান করেছেন মইন আলি। হার্দির ৪ ওভারে ৩টি মেডেন-সহ ২ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

17 Jul 2022, 04:42:27 PM IST

স্টোকসকে ফেরালেন হার্দিক

১৩.২ ওভারে হার্দিকের লাফিয়ে ওঠা বলের লাইন থেকে ব্যাট সরিয়ে নিতে পারেননি বেন স্টোকস। বল ব্যাটে লেগে হাওয়ায় ভেসে যায়। নিজেই দৌড়ে গিয়ে ক্যাচ ধরেন পান্ডিয়া। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ২৭ রান করে মাঠ ছাড়েন স্টোকস। ইংল্যান্ড দলগত ৭৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মইন আলি। হার্দিক ৩ ওভারে ২টি মেডেন-সহ ২ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

17 Jul 2022, 04:23:17 PM IST

জেসনকে ফেরালেন হার্দিক

৯.৫ ওভারে হার্দিক পান্ডিয়ার বল আকাশে তুলে ঋষভ পন্তের দস্তানায় ধরা পড়েন জেসন রয়। ৭টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ৪১ রান করে মাঠ ছাড়েন তিনি। ইংল্যান্ড ৬৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোস বাটলার। পান্ডিয়া নিজের প্রথম ওভারে কোনও রান খরচ না করেই ১টি উইকেট তুলে নেন।

17 Jul 2022, 04:13:26 PM IST

৫০ টপকাল ইংল্যান্ড

৮ ওভারে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৫৯ রান। ২১ বলে ২৩ রান করেছেন বেন স্টোকস। ২১ বলে ৩৫ রান করেছেন জেসন রয়। জেসন ৬টি ও স্টোকস ৪টি চার মেরেছেন।

17 Jul 2022, 03:53:49 PM IST

জোড়া বাউন্ডারি স্টোকসের

চতুর্থ ওভারে সিরাজের বলে জোড়া বাউন্ডারি মারেন বেন স্টোকস। তবে দু’বার বল হাওয়ায় ভেসে যায়। একটু এদিক-ওদিক হলেই আউট হয়ে সাজঘরে ফিরতে হতো স্টোকসকে। ৪ ওভারে ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ২৪ রান।

17 Jul 2022, 03:45:24 PM IST

রুটের উইকেট তুলে নিলেন সিরাজ

বেয়ারস্টোকে আউট করার পরে নিজের প্রথম ওভারের শেষ বলে সিরাজ আউট করেন জো রুটকে। স্লিপে রোহিতের হাতে ধরা পড়েন রুট। ৩ বলে খাতা খুলতে পারেননি রুটও। ইংল্যান্ড ১২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন বেন স্টোকস। সিরাজ ১ ওভারে কোনও রান না দিয়েই ২টি উইকেট তুলে নেন।

17 Jul 2022, 03:40:54 PM IST

বেয়ারস্টোকে ফেরালেন সিরাজ

বুমরাহর বদলে মাঠে নামা সিরাজ শুরুতেই ভারতকে সাফল্য এনে দিলেন। ২.৩ ওভারে সিরাজের বলে পরিবর্ত ফিল্ডার শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন জনি। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি বেয়ারস্টো। ইংল্যান্ড ১২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জো রুট।

17 Jul 2022, 03:35:10 PM IST

আগ্রাসী শুরু জেসনের

ইংল্যান্ডের হয়ে ওপেন করতে নামেন জেসন রয় ও জনি বেয়ারস্টো। বোলিং শুরু করেন মহম্মদ শামি। প্রথম ২টি বলে জোড়া বাউন্ডারি মারেন জেসন। চতুর্থ বলে আরও ১টি চার মারেন তিনি। প্রথম ওভারে ১২ রান ওঠে।

17 Jul 2022, 03:07:28 PM IST

ইংল্যান্ডের প্রথম একাদশ

জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জোস বাটলার (ক্যাপ্টেন ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মইন আলি, ক্রেগ ওভার্টন, ডেভিড উইলি, ব্রাইডন কার্স ও রীস টপলি।

17 Jul 2022, 03:07:14 PM IST

ভারতের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল ও প্রসিধ কৃষ্ণা।

17 Jul 2022, 03:06:46 PM IST

মাঠের বাইরে বুমরাহ

হালকা চোট, তাই সিরিজ নির্ণায়ক ম্যাচ হলেও জসপ্রীত বুমরাহকে মাঠে নামানোর ঝুঁকি নেয়নি ভারত। তাঁর জায়গায় মাঠে নামছেন মহম্মদ সিরাজ।

বিস্তারিত পড়ুন: IND vs ENG 3rd ODI: জোর ধাক্কা ভারতীয় শিবিরে, ‘ফাইনালে’ কেন মাঠে নামলেন না বুমরাহ? জানা গেল আসল কারণ

17 Jul 2022, 03:03:06 PM IST

টানা তৃতীয় ম্যাচে টস জিতলেন রোহিত

প্রথম ও দ্বিতীয় ম্যাচের মতো সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচেও টস জিতলেন রোহিত শর্মা। টস জিতে তিনি পুনরায় ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান। সুতরাং, ম্য়াঞ্চেস্টারেও রান তাড়া করবে টিম ইন্ডিয়া। জোস বাটলার অবশ্য স্পষ্ট জানালেন যে, তিনি টস জিতলে শুরুতে ব্যাটিংয়েরই সিদ্ধান্ত নিতেন।

17 Jul 2022, 02:48:12 PM IST

বিশ্বকাপের ক্ষত সঙ্গে নিয়েই ম্যাঞ্চেস্টারে ভারত

২০২০-র সেপ্টেম্বরের পর থেকে ম্যাঞ্চেস্টারে এই প্রথম ওয়ান ডে ম্যাচ খেলা হচ্ছে। ভারত এই মাঠে শেষবার খেলতে নামে ২০১৯ বিশ্বকাপে। সেবার নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় টিম ইন্ডিয়াকে। সুতরাং সেই ক্ষত সঙ্গে নিয়েই ওল্ড ট্র্যাফোর্ডে ফের লড়াইয়ে নামছে টিম ইন্ডিয়া।

17 Jul 2022, 02:38:58 PM IST

দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের ফলাফল

লর্ডসের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা ৪৯ ওভারে ২৪৬ রানে অল-আউট হয়ে যায়। ৪৭ রান করেন মইন আলি। ৪১ রান করেন ডেভিড উইলি। যুজবেন্দ্র চাহাল ৪টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে ভারত ৩৮.৫ ওভারে ১৪৬ রানে অল-আউট হয়ে যায়। হার্দিক ও জাদেজা উভয়েই ২৯ রানের যোগদান রাখেন। ১০০ রানে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় ইংল্যান্ড। ২৪ রানে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রীস টপলি। 

17 Jul 2022, 02:38:58 PM IST

প্রথম ওয়ান ডে ম্যাচের ফলাফল

ওভালে টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ভারত। ইংল্যান্ড ২৫.২ ওভারে মাত্র ১১০ রানে অল-আউট হয়ে যায়। বাটলার ৩০ ও উইলি ২১ রান করেন। বুমরাহ ১৯ রানে ৬ উইকেট দখল করেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত ১৮.৪ ওভারে বিনা উইকেটে ১১৪ রান তুলে ম্যাচ জেতে। ১৮৮ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে যায় টিম ইন্ডিয়া। রোহিত শর্মা ৭৬ ও শিখর ধাওয়ান ৩১ রান করে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা হন বুমরাহ।

বন্ধ করুন