নিউটাউনের বেসরকারি হোটেলে বিজেপির বিধায়করা, কারণ নিয়ে ধোঁয়াশা!

নিউটাউনের বেসরকারি হোটেলে বিজেপির বিধায়করা, কারণ নিয়ে ধোঁয়াশা!

#কলকাতা: আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে রাজনৈতিক শিবিরের ব্যস্ততা তুঙ্গে। আজই কলকাতায় আসার কথা তৃণমূলের সমস্ত বিধায়কদের (BJP MLA)। অন্যদিকে, সূত্রের খবর, নিউটাউনের একটি হোটেলে নিয়ে যাওয়া হয়েছে রাজ্যের ৬৯ জন বিজেপি বিধায়কদের। বিজেপির ভোট যাতে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সমর্থনেই আসে। তাই নিশ্চিত করতেই কি এই পদক্ষেপ? ভোট-অঙ্ক বজায় রাখতেই কি নিউটাউনের হোটেলে বিজেপির বিধায়করা? উঠছে প্রশ্ন (BJP MLA | Presidential Election)।

রাজ্যের রাজনীতির ইতিহাসে কার্যত এ এক নজিরবিহীন ঘটনা। অতীতে কোনও ভোটেই বিধায়কদের এক জায়গায় রাখার বন্দোবস্ত হয়নি কোনও শিবিরের তরফেই। দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সমর্থনে ভোট ‘নিশ্চিত’ করতেই কি এই বন্দোবস্ত? শুরু হয়েছে রাজনৈতিক তরজা (BJP MLA | Presidential Election)। কেন এম এল এ হোস্টেল ছেড়ে হোটেলে থাকার ব্যবস্থা বিধায়কদের? উঠছে সেই প্রশ্নও। সূত্রের খবর সোমবার পর্যন্ত গেরুয়া শিবিরের সমস্ত বিধায়ক থাকবেন নিউটাউনের বেসরকারি হোটেলে। সেখান থেকেই সোমবার তাঁরা বিধানসভায় যাবেন ভোট দিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এলে হবে প্রশিক্ষণ (BJP | Presidential Election)।

এর আগে নির্বাচন ঘিরে অন্যান্য রাজ্যে বিধায়কদের একত্রিত করে রাখার ঘটনা ঘটলেও পশ্চিমবঙ্গে এই প্রথম এমনটি ঘটেছে। তাই শুরু হয়েছে তুমুল জল্পনা। বিজেপি বিধায়কদের সাফাই, এম এল এ হোস্টেলে সবার এক সঙ্গে থাকার ব্যবস্থা না থাকতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাতে তাঁরা সকলে নিউটাউনের বেসরকারি ওই হোটেলেই থাকবেন।

প্রসঙ্গত, হর্স ট্রেডিং বা ‘ঘোড়া কেনাবেচা’ পদ্ধতিতে ভোট বদলের রাজনীতি দেশের সাম্প্রতিক রাজনীতিতে (BJP | Presidential Election) একাধিক রাজ্যে দেখা গিয়েছে। রিসর্ট রাজনীতির প্রসঙ্গ বারবার উঠে এসেছে চর্চায়। তবে পশ্চিমবঙ্গে এধরনের ঘটনা একেবারে নতুন। সূত্রের খবর, দ্রৌপদী মুর্মুর ভোটের ক্ষেত্রে শেষ বেলাতে যাতে কোনও ক্রশ ভোটিং না হয় তাই জন্যেই এই আগাম প্রস্তুতি। কারণ তেমন কিছু হলে তা বিজেপির কাছে অত্যন্ত অস্বস্তির কারণ হবে।

ভেঙ্কটেশ্বর লাহিড়ি

Published by:Sanjukta Sarkar

(Source: news18.com)