‘দুটো ছক্কা মারবে, একটা শর্ট বলে তুলে নেব’, ফাঁদ পেতে ‘শিকার’ পান্ডিয়ার!

‘দুটো ছক্কা মারবে, একটা শর্ট বলে তুলে নেব’, ফাঁদ পেতে ‘শিকার’ পান্ডিয়ার!

এদিন লিভিংস্টোনকে আউট করে পান্ডিয়া বলেন, ২টো ছক্কা ও মেরেছে। তবে জানতাম শর্ট বলে আক্রমণ করবে ও। আমি বাউন্সার দিতে ভালবাসি। ওকে শর্ট বল খেলালাম, উইকেট দিয়ে গেল।

(Source: news18.com)