বার্বাডোজ: ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ১৩ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ (West Indies) স্কোয়াড ঘোষিত হয়ে গেল। দলে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার জেসন হোল্ডার (Jason Holder)। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে। আগামী ২২, ২৪ ও ২৭ জুলাই কুইন্স পার্ক ওভালে হতে চলেছে ওয়ান ডে (One Day Series) সিরিজের তিনটি ম্যাচ। এরপরই ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ২ দল। আগামী ২৯ জুলাই থেকে ৭ অগাস্ট পর্যন্ত চলবে এই টি-টোয়েন্টি সিরিজ।
দলে ফিরলেন হোল্ডার
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজের আগে জাতীয় দলে ফিরলেন জেসন হোল্ডার। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই এই দীর্ঘকায় অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সিনিয়র নির্বাচক ডেসমন্ড হেইন্স এক বিবৃতিতে জানিয়েছেন, ”আমরা সবাই জানি যে হোল্ডার একজন বিশ্বমানের অলরাউন্ডার। ওঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে। কিন্তু ভারতের বিরুদ্ধে এবার ওঁ অনেক বেশি সতেজভাবে মাঠে নামতে পারবে। দলের জয়ের ক্ষেত্রে হোল্ডার মাঠে নেমে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারবে বলে আমরা আশাবাদী।”
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ অধিনায়ক), শামরা ব্রুকস, কিকে কার্টি, আকিল হোসেন, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, কেইল মায়ার্স, ব্রেন্ডন কিং, গুডাকেশ মোটি, কিমো পল, রভমন পাওয়েল, জেডন সিলস
টি-টোয়েন্টিতে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মাই (Rohit Sharma)। দলে রয়েছেন ঋষভ পন্থও। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জায়গা না পেলেও, এই সফরে ফের ভারতীয় দলে ডাক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় দলের সহ-অধিনায়ক কে এল রাহুল গত মাসেই জার্মানিতে গিয়ে তাঁর সার্জারি করিয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রাক্কালে তিনি ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন। এরপর ইংল্যান্ড সফরেও খেলতে পারেননি রাহুল। তবে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন রাহুল। যদি পুরোপুরি ফিট হয়ে ওঠেন, তাহলেও তাঁকেও ২৯ জুলাই থেকে শুরু এই সিরিজে খেলতে দেখা যাবে।