Virat Kohli: লারার কাছে গিয়ে বেশ করেছে বিরাট, বলে দিলেন দিলীপ বেঙ্গসরকর

Virat Kohli: লারার কাছে গিয়ে বেশ করেছে বিরাট, বলে দিলেন দিলীপ বেঙ্গসরকর

গৌতম ভট্টাচার্য

বিরাট কোহলিকে (Virat Kohli) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20) দলে রাখার ব্যাপারে কোনও দ্বিধা নেই প্রাক্তন জাতীয় নির্বাচক দিলীপ বেঙ্গসরকরের (Dilip Vengsarkar)। এই মুহূর্তে দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে রয়েছে প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। সেখান থেকেই জি ২৪ ঘণ্টাকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নিশ্চয়ই বিরাট দলে থাকবে। বিরাটের দলে থাকা জরুরি ভারতীয় ক্রিকেট দল ও বিপক্ষকে চ্যালেঞ্জ ছোড়ার জন্য। কারণ বিপক্ষ সব সময়েই বিরাটকে সমীহ করে। ও ছন্দে ফিরে খেলে দিলেই ভারত ম্যাচ জিতবে, এটা সবাই জানে।”

পুরনো ছন্দে ফেরার জন্য বিরাট গত আইপিএল-এ প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ব্রায়ান লারার সঙ্গে কথা বলেছেন। যদিও সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) বা সুনীল গাভাসকারের (Sunil Gavaskar) পরামর্শ নেননি তিনি। যে প্রসঙ্গে বেঙ্গসরকরের প্রতিক্রিয়া, “বেশ করেছে লারার কাছে গিয়ে। বিরাট যদি ব্রায়ান লারার (Brian Lara) পরামর্শ নিতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তা হলে ও লারার কাছ থেকে পরামর্শ নিতেই পারে। লারা বিখ্যাত ক্রিকেটার। প্রতিকূল পরিস্থিতিতে বিপক্ষ বোলিং সামলে অনেক রান করেছে।  ”

বেঙ্গসরকরের কথায়, “আন্তর্জাতিক ক্রিকেটে কী ভাবে রান করতে হবে, সেটা কোহলি জানে। তবে রান পেতে গেলে বিরাটকে আরও ম্যাচ খেলতে হবে। যদি ম্যাচ খেলতে খেলতে কোহলি রান পায়, তা হলে রানের খরা কাটিয়ে উঠতে পারবে বিরাট।”

কোথায় সমস্যা হচ্ছে বিরাটের, সে ব্যাপারেও আলোকপাত করেছেন মুম্বইকর ক্রিকেটার। তাঁর কথায়, “বিরাট বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার। জানি, বিরাট রান পাচ্ছে না। অফস্টাম্পেই বিরাট বেশি আউট হচ্ছে। আমি আশা করব বিরাট আরও বেশি সতর্ক হবে অফস্টাম্পের বল খেলার ক্ষেত্রে। বিরাট ম্যাচ জেতানো ক্রিকেটার। ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে।অফস্টাম্পের বল খেলতে বিরাটের অসুবিধা হচ্ছে। আশা রাখি, বিরাট ভবিষ্যতে ভাল খেলবে। ”

রবিবার ম্যাঞ্চেস্টারে ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ডিয়ার ইনিংস দেখে মুগ্ধ বেঙ্গসরকর। শতরানকারী ঋষভ প্রসঙ্গে তাঁর মূল্যায়ন, “ঋষভের শটের বৈচিত্রই ওর শক্তি। ইনিংসের মাঝে ও কিছু ঝুঁকিপূর্ণ শট খেলে। আমার মতে, তা দরকার নেই। যদিও এটা প্রমাণ করে ভারতীয় দলের প্রতি ও কতটা দায়বদ্ধ। ও কেবল রান করে ম্যাচই জেতায় না। বিপক্ষকে চূর্ণ করে দেয়। ”

আইপিএল ও তাঁর পরবর্তী সময়ে হার্দিকের প্রত্যাবর্তন সম্পর্কে এই প্রাক্তন ক্রিকেটার বলেন, “আইপিএল থেকে হার্দিক ভাল খেলছে। ও এখন অনেক ফিট। ব্যাটিং-বোলিংয়ের উন্নতির জন্য ও অনেক পরিশ্রম করেছে।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সম্ভাবনা কতটা তা জানতে চাইলে বেঙ্গসরকর বলেন, “ভারত খুব ভাল খেলছে। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচের দিন যারা পরিস্থিতি অনুযায়ী ভাল খেলবে, তারাই ম্যাচ জিততে পারে। ২-৩টি ভাল বা খারাপ ওভার পুরো ম্যাচের রং বদলে দিতে পারে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভাল সুযোগ রয়েছে।”

(Source: zeenews.com)