Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Virat Kohli: লারার কাছে গিয়ে বেশ করেছে বিরাট, বলে দিলেন দিলীপ বেঙ্গসরকর
Virat Kohli: লারার কাছে গিয়ে বেশ করেছে বিরাট, বলে দিলেন দিলীপ বেঙ্গসরকর

গৌতম ভট্টাচার্য বিরাট কোহলিকে (Virat Kohli) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (WT20) দলে রাখার ব্যাপারে কোনও দ্বিধা নেই প্রাক্তন জাতীয় নির্বাচক দিলীপ বেঙ্গসরকরের (Dilip Vengsarkar)। এই মুহূর্তে দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে রয়েছে প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। সেখান থেকেই জি ২৪ ঘণ্টাকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “নিশ্চয়ই বিরাট দলে থাকবে। বিরাটের দলে থাকা জরুরি ভারতীয় ক্রিকেট দল ও বিপক্ষকে চ্যালেঞ্জ ছোড়ার জন্য। কারণ বিপক্ষ সব সময়েই বিরাটকে সমীহ করে। ও ছন্দে ফিরে খেলে দিলেই ভারত ম্যাচ জিতবে, এটা সবাই জানে।” পুরনো ছন্দে…

Read More