লন্ডনে চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা, জারি লাল সতর্কতা, থমকাল বিমান উড়ান

লন্ডনে চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা, জারি লাল সতর্কতা, থমকাল বিমান উড়ান

International

oi-Ritesh Ghosh

লন্ডন-সহ যুক্তরাজ্য ব্রিটেনের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ চলছে। যার ফলে সোমবার বেশ কিছুক্ষণের জন্য সামরিক এবং অসামরিক বিমান পরিষেবা ব্যাহত হল লন্ডনে। শুধু ইংল্যান্ড নয়, পশ্চিম ইউরোপের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহ চলছে।

লন্ডনে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার তা আর‌ও একটু বাড়তে পারে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। আবহাওয়া এতটাই গরম ছিল যে রান‌ওয়েতে ত্রুটি ধরা পড়ে। তারপর কিছুক্ষণের জন্য বিমান পরিষেবা বন্ধ ছিল। যে সমস্ত বিমান নামার কথা ছিল তা অন্য বিমানবন্দরে উড়িয়ে নিয়ে নিয়ে অবতরণ করানো হয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ইংল্যান্ডে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। মঙ্গলবার পর্যন্ত দেশের মধ্য, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এলাকায় লাল সর্তকতা জারি করা হয়েছে। মূলত ঠান্ডার দেশ ইংল্যান্ডে গরম আবহাওয়ার কারণে লাল সর্তকতা এই প্রথমবার জানানো হয়েছে।

এর পিছনে মূলত রয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এই শতকের শেষে বিশ্বজুড়ে তাপমাত্রা ২.৪ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে কতটুকু বাড়বে তা নির্ভর করবে বিশ্বজুড়ে গ্রিন হাউস গ্যাস আটকাতে ও কার্বন নিঃসরণ নিয়ে বিভিন্ন দেশ কী এবং কতটা পদক্ষেপ করে তার ওপরে।

বুধবারের পর থেকে ব্রিটেন জুড়ে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। রাতে তারমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশে থাকছে। মাত্রাতিরিক্ত গরমে মানুষ বাইরে বেরোতে পারছেন না। ফলে ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়েছে। বিশেষ করে দোকান, মার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর, শপিং মলে ভিড় আশ্চর্যজনকভাবে অনেকটা কমে গিয়েছে।

(Source: oneindia.com