জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভালোবাসা প্রকাশের দৌড়ে পিছিয়ে নেই পশুরাও। এর প্রমাণ মিলেছে বহুবার। এমনই এক ভিডিয়ো প্রকাশ্যে চলে এল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ভিডিয়োটি তুমুল ভাইরাল হয়েছে তা আপলোড করার পরই।
মানুষের মতোই পাশে থাকা একটি কচ্ছপের সঙ্গে খাবার ভাগ করে নিচ্ছে একটি শিম্পাঞ্জি। নিজে আপেল খাচ্ছে আর মাঝে মধ্যেই আপেল খুব যত্ন করে তুলে দিচ্ছে এক কচ্ছপের মুখে। আরাম করে সেই আপেল খাচ্ছে কচ্ছপ। @buitengebieden নামে একটি টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে ওই ভিডিয়ো। ক্যাপশনে লেখা হয়েছে “Sharing is caring.”।
Sharing is caring.. pic.twitter.com/XnFgiZHbsY
— Buitengebieden (@buitengebieden) July 17, 2022
My heart https://t.co/NXwAnlUgAC
— Autumn (@gothautumnbabe) July 18, 2022
সোশ্য়াল মিডিয়ায় আপলোড হওয়ার পর ইতিমধ্যেই সেটির ভিউ হয়েছে ৬০ লাখ। শেয়ার হয়েছে ৩৫০০০। কেউ কেউ মন্তব্য করেছেন, ঠিকমতো লক্ষ্য করলে দেখা যাবে পশুরা খুবই সহানুভূতিশীল। কেউ লিখেছেন, এদের মধ্যে ধর্ম নিয়ে ঘৃণা নেই। এরা একসঙ্গে থাকতে জানে।
(Source: zeenews.com)