Chimpanzee With Tortoise: কচ্ছপের সঙ্গে আপেল ভাগ করে খাচ্ছে শিম্পাঞ্জি, ভাইরাল Video
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভালোবাসা প্রকাশের দৌড়ে পিছিয়ে নেই পশুরাও। এর প্রমাণ মিলেছে বহুবার। এমনই এক ভিডিয়ো প্রকাশ্যে চলে এল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ওই ভিডিয়োটি তুমুল ভাইরাল হয়েছে তা আপলোড করার পরই। মানুষের মতোই পাশে থাকা একটি কচ্ছপের সঙ্গে খাবার ভাগ করে নিচ্ছে একটি শিম্পাঞ্জি। নিজে আপেল খাচ্ছে আর মাঝে মধ্যেই আপেল খুব যত্ন করে তুলে দিচ্ছে এক কচ্ছপের মুখে। আরাম করে সেই আপেল খাচ্ছে কচ্ছপ। @buitengebieden নামে একটি টুইটার হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে ওই ভিডিয়ো। ক্যাপশনে…