ওরা চায় না চাকরি হোক, তাই ওরা কুটুস কুটুস কুটুস পিঁপড়ের কামড় দিচ্ছে: মমতা

ওরা চায় না চাকরি হোক, তাই ওরা কুটুস কুটুস কুটুস পিঁপড়ের কামড় দিচ্ছে: মমতা

নিয়োগ দুর্নীতি মামলায় চাপের মুখে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতার ধর্মতলায় তৃণমূলের ‘শহিদ দিবস’এর মঞ্চ থেকে তিনি বলেন, ‘ বলছে, বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না। আলবাত দেবো। ক্ষমতা থাকলে তোমরা রুখবে যাও। এক দিকে তুমি আমায় বন্ধ করবে, অন্য দিকে চালু করব।’

এদিন মমতা দাবি করেন, ‘কোর্টে কেস চলছে তাই, নইলে আমাদের টিচারিতে ১৭ হাজার পোস্ট রেডি আছে। যে পোস্টগুলো ভর্তি করার জন্য ডিপার্টমেন্টও রেডি আছে। কোর্টে কেস চলছে বলে আমরা করতে পারছি না। আমরা চাই চাকরি হোক, আর বিজেপি চায় চাকরি যাক। ওরা চায় না চাকরি হোক, তাই ওরা কুটুস কুটুস কুটুস পিঁপড়ের কামড় দিচ্ছে। আর বলছে এই তো এখানে লাখাটা ভুল। ওই তো ওখানে তাই হয়েছে। তুমি কী করেছো বাবা?’

বিজেপিকে মমতার প্রশ্ন, ‘তোমার যদি আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ধরি। তোমার যদি আমি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ধরি…. সব তো গুলে গুলো খেয়েছো বাবা, গোল্লায় গোল্লায় খেয়েছো। আর যত কিছু বাংলায় বলছে, বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না। আলবাত দেবো। ক্ষমতা থাকলে তোমরা রুখবে যাও। এক দিকে তুমি আমায় বন্ধ করবে, অন্য দিকে চালু করব। আমি জানি রাস্তা কী করে বার করতে হয়’।

মমতার প্রশ্ন, ‘সব জায়গায় শুধু গদ্দারদের ছেলেরা চাকরি পাবে? আর সাধারণ মানুষ চাকরি পাবে না? আমি জানতে চাই না কার কী আইডেনটিটি। কে হিন্দু, কে মুসলমান। যদি কেউ চাকরি পায় নিজের কৃতিত্বে পাবে। যদি কোথাও ভুল ভ্রান্তি হয় রেকটিফাই করে নিয়ে সেটাকে শুধরে নেবে। কাজ করতে গেলে ভুল হয়। কেউ যদি ইচ্ছা করে ভুল করে তার শাস্তি সে পাবে’।