ভারতকে একদিনের আন্তর্জাতিকে হারাতে কী রণকৌশল ওয়েস্ট ইন্ডিজের? কোন বার্তা কোচ-অধিনায়কের?

ভারতকে একদিনের আন্তর্জাতিকে হারাতে কী রণকৌশল ওয়েস্ট ইন্ডিজের? কোন বার্তা কোচ-অধিনায়কের?

Cricket

oi-Manojit Maulik

কাল থেকে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে কুইন্স পার্ক ওভালে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজ। ভারত একঝাঁক তারকাকে এই সিরিজে বিশ্রাম দিলেও তাতেও স্বস্তি নেই ওয়েস্ট ইন্ডিজের। নিকোলাস পুরানের দল সম্প্রতি দেশের মাটিতে বাংলাদেশের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। বিগত ৬ মাস ধরে এই ফরম্যাটে জঘন্য পারফরম্যান্স চলছে ক্যারিবিয়ান ব্রিগেডের।

ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ থেকে ঘুরে দাঁড়াতে দলকে একটি বিষয় সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হেড কোচ ফিল সিমন্স। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ পুরো ৫০ ওভার ব্যাট করতে পারেনি। বাংলাদেশ সিরিজও তার ব্যতিক্রম হয়নি। ২০১৯ সালের বিশ্বকাপ থেকে ধরলে ওয়েস্ট ইন্ডিজ পুরো ৫০ ওভার ব্যাট করেছে ৩৯টি ইনিংসের মধ্যে মাত্র ৬টিতে। ৫০ ওভারের বিশ্বকাপের পর এতদিনের আন্তর্জাতিকে ১৩টি সিরিজ খেলে পরাস্ত হয়েছে ৯টিতে। চলতি বছরের গোড়ায় আয়ারল্যান্ডও ক্যারিবিয়ান সফরে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়ে এসেছে। ২০২১ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজ ১২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথমে ব্যাট করেছে। তার মধ্যে ৯টিতেই পুরো ৫০ ওভার টেকেনি।

ফিল সিমন্স বলেন, আমাদের দলকে প্রথমেই যেটা করতে হবে তা হলো ৫০ ওভার খেলা। পার্টনারশিপ গড়ে ইনিংস এগিয়ে নিয়ে যেতে হবে। অন্তত একজনকে শতরানের লক্ষ্যে খেলতে হবে, তাতেই গোটা দল সুসংহতভাবে খেলতে পারবে। ব্যাটিং বিভাগে এটি অত্যন্ত জরুরি। পরিচিত ভালো পিচে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং, বোলিংয়ে ভালো পারফরম্যান্স উপহার দিতে পারবে বলে আশা সিমন্সের। তিনি অবশ্য ফিল্ডিং বা বোলিং নিয়ে উদ্বিগ্ন নন। সিমন্সের মতে, বোলিং, ফিল্ডিংয়ে প্রতিনিয়ত উন্নতি হচ্ছে। আমাদের ফিল্ডিংয়ের মান যথেষ্টই ভালো। বোলাররাও প্রতিপক্ষকে বেঁধে ফেলতে বা উইকেট তোলার ক্ষেত্রে ভালো পারফরম্যান্স উপহার দিচ্ছেন। তবে এটা ঠিক, কয়েকটি ম্যাচে আমাদের আরও কিছু উইকেট হলে ভালো হতো। কিন্তু আমরা যখন ফিল্ডিং করতে নেমেছি তার আগে দ্বিতীয়বার রোলার ব্যবহার করেছে প্রতিপক্ষ দল। ফলে শুষ্কভাব কমে গিয়েছে। ভারতকে কম রানে বেঁধে ফেলাই যে তাঁর দলের লক্ষ্য হবে সেটাও স্পষ্ট করে দিয়েছেন সিমন্স।

নিকোলাস পুরানের দলে অবশ্য বাংলাদেশ সিরিজে ছিলেন না জেসন হোল্ডার। অভিজ্ঞ অলরাউন্ডার বিশ্রাম নিয়ে নামবেন ভারতের বিরুদ্ধে। হ্যামস্ট্রিং চোটের কারণে শেষ ম্যাচে বল করেননি কিমো পল। সিমন্স জানিয়েছেন, কিমো ফিট হওয়ার পথে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগে। সিম বোলিং অলরাউন্ডার হিসেবে কার্যকরী ভূমিকা নেবেন জেসন হোল্ডার ও কাইল মেয়ার্স। ১৩ সদস্যের দল থেকে কাল বাইরে থাকতে পারেন কিমো পল ও কেসি কার্টি।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ- সাই হোপ (উইকেটকিপার), ব্র্যান্ডন কিং, শামার ব্রুকস, কাইল মেয়ার্স, নিকোলাস পুরাণ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুডাকেশ মোতি, জেডেন সিলেস।

(Source: oneindia.com)