অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ব্যবহার করা যাবে নতুন ৩১ ইমোজি!

অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ব্যবহার করা যাবে নতুন ৩১ ইমোজি!

ইমোজি-প্রেমীদের জন্য একটি বিরাট বড় সুখবর রয়েছে। কারণ অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) ডিভাইসে ব্যবহার করা যাবে নতুন বিভিন্ন ধরনের ইমোজি। বর্তমানে কমিউনিকেশনের ক্ষেত্রে ইমোজির একটি বিরাট বড় অবদান রয়েছে। মনের কোনও ভাব প্রকাশ করার জন্য সকলেই ইমোজিকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। টেক্সট মেসেজের মাধ্যমে নিজেদের এক্সপ্রেশন যতটা দেখানো যায় তার থেকে বেশি এক্সপ্রেশন বাইরে বেরিয়ে আসে ইমোজির মাধ্যমে। এর জন্য সকলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ হল ইমোজি। বর্তমানে সোশ্যাল মিডিয়া এবং চ্যাটের ক্ষেত্রে ইমোজির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের পরবর্তী ব্যাচের বেশ কয়েকটি ইমোজি লঞ্চ করা হয়েছে যা ইউনিকোড ১৫ যুক্ত।

অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের ক্ষেত্রে খুবই কম সংখ্যায় নতুন ইমোজি লঞ্চ করা হলেও, এর মধ্যে বজায় রাখা হয়েছে ইউনিকোড স্ট্যান্ডার্ড। ৩১টি নতুন ইমোজির মধ্যে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার অপশন।

এক নজরে দেখে নেওয়া যাক অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের ৩১টি নতুন ইমোজি… 

    • Rightwards Pushing Hand (পাঁচ রকমের গায়ের রঙ সমেত)
    • Leftwards Pushing Hand (পাঁচ রকমের গায়ের রঙ সমেত)

এই ৩১টি নতুন ইমোজি এখন ইউনিকোড কনসোর্টিয়ামের অনুমতির অপেক্ষায় রয়েছে। সেই অনুমতি পেয়ে গেলে এই ৩১টি ইমোজি সবার আগে চালু করা হবে অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে। জানা গিয়েছে যে এই নতুন ৩১টি ইমোজি চালু করা হতে পারে অ্যান্ড্রয়েড ১৩ এবং আইওএস ১৬ ডিভাইসে। গুগল (Google) এবং অ্যাপল (Apple) ইতিমধ্যেই নেক্সট জেনারেশন মোবাইল অপারেটিং সিস্টেম রিলিজ করার জন্য কাজ করে চলেছে। নতুন জেনারেশনের এই মোবাইল অপারেটিং সিস্টেম হল Android 13 এবং iOS 16। জানা গিয়েছে যে গুগল Android 13 লঞ্চ করতে চলেছে পরবর্তী মাসে। অন্য দিকে অ্যাপল iOS 16 লঞ্চ করতে পারে এই বছরের সেপ্টেম্বর মাসে। iPhone 14 সিরিজ রিলিজ করার আগে বা পরে এটি লঞ্চ করা হতে পারে।

Published by:Ananya Chakraborty

(Source: news18.com)