‘দেশের কাছে আশার আলো’, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা মোদির

‘দেশের কাছে আশার আলো’, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা মোদির

#নয়াদিল্লি: ‘ইতিহাস রচনা করল ভারত।’ রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর জয়ের পরই তাঁকে শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নয়া নির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান মোদি। ট্যুইটবার্তায় লেখেন দেশের প্রান্তিক মানুষের প্রতিনিধি দ্রৌপদী মুর্মুর এই জয় দেশবাসীকে গর্বিত করবে। এরপরেই দ্রৌপদী মুর্মুর বাসভবনে পৌছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Droupadi Murmu)।

রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীর (Droupadi Murmu) জয় নিশ্চিত হওয়ার পরেই তাঁর অভিনন্দন বার্তায় মোদি বলেন, ‘ইতিহাস তৈরি করল ভারত। দেশের ১.৩ বিলিয়ন মানুষ যখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছেন, তখন পূর্ব ভারতের প্রত্যন্ত এলাকায় আদিবাসী পরিবারের এক মেয়ে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। এই নজিরের জন্য দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  (PM Modi Droupadi Murmu) একইসঙ্গে বলেন, ‘দ্রৌপদী মুর্মুর জীবনকাহিনি, জীবনের শুরু থেকে তাঁর লড়াই, ভালো কাজ এবং দৃষ্টান্তমূলক সাফল্য প্রত্যেক ভারতীয়কে অনুপ্রেরণা জোগাবে। আমাদের দেশবাসীর জন্য উনি আশার আলো হিসেবে উঠে এসেছেন আজ। বিশেষত গরিব, প্রান্তিক এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য তাঁর এই জয় দৃষ্টান্ত তুলে ধরেছে।’ মোদি আরও বলেন, ‘দল নির্বিশেষে যে সাংসদ এবং বিধায়করা দ্রৌপদী মুর্মুকে সমর্থন করেছেন, তাঁদের ধন্যবাদ জানাতে চাই। গণতন্ত্রের পক্ষে রেকর্ড জয় অত্যন্ত ভালো।’

Published by:Sanjukta Sarkar

(Source: news18.com)