বাংলাদেশঃ বোয়ালমারীর সাতৈর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কার্যক্রমে সেরা

বাংলাদেশঃ  বোয়ালমারীর সাতৈর ইউনিয়ন পরিবার পরিকল্পনা কার্যক্রমে সেরা

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): পরিবার পরিকল্পনা কার্যক্রমে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন শ্রেষ্ঠ হয়েছে। এ জন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতৈর ইউনিয়ন এবং ইউনিয়নের চেয়াম্যানকে ক্রেস্ট ও সনদ প্রদান করেছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়। শ্রেষ্ঠত্বের ক্রেস্ট গ্রহণ করেন সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু।

এছাড়া শ্রেষ্ঠ এফডব্লিউএ হয়েছেন ববিতা বিশ্বাস ও আল্পনা রানী রায়, শ্রেষ্ঠ এফপিআই হয়েছেন মো. রানা, শ্রেষ্ঠ স্যাকমো হয়েছেন মো. আব্দুল হালিম এবং শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হয়েছে শেখর ইউনিয়ন।

এ উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন, সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম প্রমুখ। এর আগে একটি র‍্যালি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

সান নিউজ/এনকে