#কলকাতা: ২১শে জুলাই শহিদ দিবস (21July TMC Shahid Diwas) উপলক্ষ্যে মঞ্চের সামনে লক্ষ লক্ষ মানুষের ভিড়৷ তুমুল বাধ-না-মানা বৃষ্টিতে ভিজছেন সকলে৷ বৃষ্টি মিলিয়ে দিল মঞ্চের উপরে থাকা নেতা-নেত্রীদের সঙ্গে সাধারণ জনতার দূরত্ব৷ কাকভিজে হয়ে বক্তব্য রাখলেন তৃণমূল সাধারণ সম্পাদক ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই ভাবে লড়াকু যুব নেতা-নেত্রীরাও মাথার উপর থেকে সরিয়ে দিলেন ছাতা৷ এমন মনোভাব যেন বৃষ্টিকেও জয় করবেন তাঁরা৷ যুব নেত্রী সায়নী ঘোষও (Saayoni Ghosh) ব্যতিক্রম নন৷ মঞ্চে দাঁড়িয়ে তিনিও ভিজে চুপচুপে হলেন৷ সেই ভাবে ছবি পোস্ট করলেন তিনি৷ লিখলেন, ভিজলাম..মানুষের কৃতজ্ঞতায়৷ জয় বাংলা৷
সায়নী ঘোষ ছাড়াও আর মঞ্চে উপস্থিত ছিল টেল-টলি জগতের বহু তারকা৷ তারকা বিধায়ক থেকে তারকা সাংসদ, সকলেই ছিলেন হাজির৷ দেব, নুসরত, মিমি, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, ঐন্দ্রিলা, সকলেই ছিলেন মঞ্চ আলো করে৷
সাধারণের পাশে তৃণমূল৷ সবসময়, এমনকী প্রাকৃতিক দুর্যোগেও৷ সেই বার্তা আজ মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন তৃণমূল নেতারা৷ তাই তো ঝমঝমে বৃষ্টিতে নেতারা নিলেন না ছাতার আড়াল৷ সকলের সঙ্গে ভিজলেন৷
তবে তৃণমূল সুপ্রিমো মঞ্চে উঠতেই থেমে যায় বৃষ্টি৷ মেঘলা আকাশ, শান্ত প্রকৃতি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরুর আগে নচিকেতা গাইলেন, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনও হয়নি৷ অত্যন্ত জনপ্রিয় এই গানের লাইনগুলি মিলে গেল সভার পরিবেশের সঙ্গে৷ কাকতালীয় হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে ওঠার পরই একেবারে উধাও হল বৃষ্টি!
মমতা এদিনের ভাষণের শুরুতেই বলেন, “আমি তৃণমূল কংগ্রেসর কর্মীদের কয়েকটি কথা বলতে চাই। যারা বৃষ্টিতে ভিজেছেন, তাঁরা আমার কথা না শুনে চলে যাবেন না তো? দেখলেন তো, ২১ সে জুলাই বৃষ্টি হয়। ঈশ্বরের কী আশীর্বাদ।” মমতার বক্তব্য শুরু হতে কিছুক্ষণের মধ্যে আসতে আসতে রাশ টানে বৃষ্টি। বক্তব্য রাখার মাঝেই কথা থামিয়ে একফাঁকে মমতা (Mamata Banerjee) বলেন, “আমি মিটিং-এ এলাম, আর প্রকৃতি মা-কে জয় করে নিলাম। এভাবেই জয় করে যাব।”