একুশের মঞ্চে কৃতজ্ঞতায় ভিজলেন সায়নী, বক্তা না হয়েও ‘সুপারহিট’ যুব নেত্রী
#কলকাতা: ২১শে জুলাই শহিদ দিবস (21July TMC Shahid Diwas) উপলক্ষ্যে মঞ্চের সামনে লক্ষ লক্ষ মানুষের ভিড়৷ তুমুল বাধ-না-মানা বৃষ্টিতে ভিজছেন সকলে৷ বৃষ্টি মিলিয়ে দিল মঞ্চের উপরে থাকা নেতা-নেত্রীদের সঙ্গে সাধারণ জনতার দূরত্ব৷ কাকভিজে হয়ে বক্তব্য রাখলেন তৃণমূল সাধারণ সম্পাদক ও যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ একই ভাবে লড়াকু যুব নেতা-নেত্রীরাও মাথার উপর থেকে সরিয়ে দিলেন ছাতা৷ এমন মনোভাব যেন বৃষ্টিকেও জয় করবেন তাঁরা৷ যুব নেত্রী সায়নী ঘোষও (Saayoni Ghosh) ব্যতিক্রম নন৷ মঞ্চে দাঁড়িয়ে তিনিও ভিজে চুপচুপে হলেন৷ সেই ভাবে ছবি…