৫০০-র মধ্যে প্রাপ্ত নম্বর ৫০০! সিবিএসই দশম শ্রেণির মেধা তালিকার শীর্ষে দিয়া

৫০০-র মধ্যে প্রাপ্ত নম্বর ৫০০! সিবিএসই দশম শ্রেণির মেধা তালিকার শীর্ষে দিয়া

#নয়াদিল্লি: ৫০০ নম্বরে পরীক্ষা, প্রাপ্ত নম্বরও ৫০০। সিবিএসই দশম শ্রেণির তাক লাগানো ফলের অধিকারী শামলি জেলার স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী দিয়া নামদেব (Diya Namdev)। সিলভার বেল পাবলিক স্কুলের পড়ুয়া অপূর্বা তায়াল এবং বিএমএস স্কুলের প্রিয়াঙ্কা দেশওয়াল যুগ্ম দ্বিতীয়। দুই পড়ুয়াই ৯৯.০৬ শতাংশ নম্বর পেয়েছে।  সংবাদ সংস্থা ANI-কে দিয়া নামদেব জানিয়েছেন, “দিনে ৭-৮ ঘণ্টা পড়তাম। বাবা-মা এবং শিক্ষকদের অনেক সাহায্য পেয়েছি। পাঠ্যবই খুঁটিয়ে পড়েছি সব বিষয়ের এবং বিষয়বস্তু বুঝে নেওয়ার চেষ্টা করেছি।”

আজ শুক্রবার সেন্ট্রাল বোর্ড অব সেকন্ডারি এডুকেশন (CBSE)-র দ্বাদশের ফল প্রকাশের পর প্রকাশিত হয়েছে দশম শ্রেণির ফলাফল। বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cbseresults.nic.in থেকে নিজের ফল দেখে নিতে পারবেন পড়ুয়ারা। নিজের রোল নম্বর, স্কুল নম্বর, জন্মতারিখ এবং অ্যাডমিট কার্ড আইডি দিয়ে ফলাফল দেখা যাবে।

এ বারের সিবিএসই দশম শ্রেণির পরীক্ষায় বসার জন্য নাম নথিভুক্ত করেছিল ২১,০৯,২০৮ পড়ুয়া। যাঁদের মধ্যে পরীক্ষায় দিয়েছেন ২০,৯৩,৯৭৮ জন পরীক্ষায় বসেছিলেন। পাশ করেছেন ১৯,৭৬,৬৬৮ জন। দশমে পাশের হার ৯৪.৪০ শতাংশ। ছাত্রদের তুলনায় ১.৪১ শতাংশ বেশি ছাত্রী পরীক্ষায় পাশ করেছেন।

প্রসঙ্গত, আজই প্রকাশিত হয়েছে সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফলাফল। সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, এবার পাশের হার ৯২.৭১ শতাংশ। পাশের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে দাক্ষিণাত্য। ৯৮.৮৩ শতাংশ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে ত্রিবান্দ্রম। ৯৮.১৬ শতাংশ পাশের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু ও ৯৭.৭৯ শতাংশ পাশের হার নিয়ে তৃতীয় স্থানে হয়েছে চেন্নাই। (CBSE Result Out)

স্বাভাবিকভাবেই ফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে মেতেছেন ছাত্রছাত্রীরা। চলতি বছরে দুই দফায় সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়েছিল। রেজাল্ট জানতে সিবিএসই.গভ.ইন (cbse.gov.in) ঠিকানায় গিয়ে ফলাফল ডাউনলোড করুন। সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন, ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ফলপ্রকাশ করেছে। শুক্রবারই দশন শ্রেণীরও ফলাফল প্রকাশ হওয়ার কথা রয়েছে।

Published by:Shubhagata Dey

(Source: news18.com)