৫০০-র মধ্যে প্রাপ্ত নম্বর ৫০০! সিবিএসই দশম শ্রেণির মেধা তালিকার শীর্ষে দিয়া
#নয়াদিল্লি: ৫০০ নম্বরে পরীক্ষা, প্রাপ্ত নম্বরও ৫০০। সিবিএসই দশম শ্রেণির তাক লাগানো ফলের অধিকারী শামলি জেলার স্কটিশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রী দিয়া নামদেব (Diya Namdev)। সিলভার বেল পাবলিক স্কুলের পড়ুয়া অপূর্বা তায়াল এবং বিএমএস স্কুলের প্রিয়াঙ্কা দেশওয়াল যুগ্ম দ্বিতীয়। দুই পড়ুয়াই ৯৯.০৬ শতাংশ নম্বর পেয়েছে। সংবাদ সংস্থা ANI-কে দিয়া নামদেব জানিয়েছেন, “দিনে ৭-৮ ঘণ্টা পড়তাম। বাবা-মা এবং শিক্ষকদের অনেক সাহায্য পেয়েছি। পাঠ্যবই খুঁটিয়ে পড়েছি সব বিষয়ের এবং বিষয়বস্তু বুঝে নেওয়ার চেষ্টা করেছি।” আজ শুক্রবার সেন্ট্রাল বোর্ড অব সেকন্ডারি এডুকেশন (CBSE)-র দ্বাদশের ফল…